কিশোরগঞ্জের বাজিতপুরে বাড়ির আনাচে-কানাচে যত্রতত্র মুরগির খামার গড়ে ওঠার কারণে দিন দিন পরিবেশ দূষণ বাড়ছে।
পৌর শহরসহ গাজীরচর, সরারচর, পিরিজপুর, হালিমপুর, দিলালপুর, হিলচিয়া, দিঘীরপাড়, বলিয়ার্দী, কৈলাগ, হুমাইপুর, মাইজচরসহ সবগুলো ইউনিয়নে এই পরিস্থিতি লক্ষ্য করা হয়।
এর ফলে পৌরবাসী ও বিভিন্ন ইউনিয়নের গ্রামবাসীরা দূষিত পরিবেশে বসবাস করে প্রতিনিয়তই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করছেন।
এসব কারণে গাজীরচর ইউনিয়নের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী রাবেয়া বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বাজিতপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাছির উদ্দিন মুন্সি বলেন, পোলট্রি খামার করতে হলে দুর্গন্ধমুক্ত রাখতে হবে। এক দিনে পরিবেশ সুন্দর করা সম্ভব নয়।