শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

রংপুরে মুক্তিপণের টাকা না দিতে পারায় কিশোর রুবেল খুন

রংপুর প্রতিনিধি
  ১২ জুন ২০২৪, ০০:০০
রংপুরে মুক্তিপণের টাকা না দিতে পারায় কিশোর রুবেল খুন

রংপুরে মুক্তিপণের টাকা না দিতে পারায় রুবেল মিয়া (১৫) নামে মাদ্রাসা পড়ুয়া এক কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভগ্নিপতিসহ দুইজনকে প্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ১০ জুন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিখোঁজের ৮ দিন পর কিশোরের গলিত লাশ পীরগাছা উপজেলার কল্যাণী মদকপাড়ার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। নিহত রুবেল নগরীর ছোট কল্যাণীর তালতলা গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ২ জুন রাত ৯টার দিকে নিখোঁজ হয় কিশোর রুবেল। এ ঘটনায় বাবা বেলাল হোসেন গত ৩ জুন রংপুর মহানগর মাহিগঞ্জ থানায় নিখোঁজের একটি ডায়েরি (জিডি) করেন। ওই এলাকাটি মহানগর মাহিগঞ্জ থানায় অন্তর্ভুক্ত। বেলাল হোসেন জানান, তার ছেলে রুবেল মিয়া বড়দরগা বাজারে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে ক্লাস করার জন্য ২ জুন রাত ৯টার দিকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি।

পুলিশ জানিয়েছে, রুবেলের ভগ্নিপতি হাসান আলী আপেল মোবাইল ফোনে ১৫ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় রুবেলকে খুন করা হয়। এ ঘটনায় ১০ জুন ভগ্নিপতিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রুবেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উৎপল কুমার রায় বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মহানগর মাহিগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। আর্থিক কারণে তাকে হত্যা করা হয়েছে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে