শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে সুনামগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ১২ জুন ২০২৪, ০০:০০
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে সুনামগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত

জি সেভেন শীর্ষ সম্মেলন ২০২৪ এর প্রাক্কালে জীবাশ্ম জ্বালানি আসক্তি থেকে সরে আসা এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে সুনামগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা ইউনিয়নের ভৈষারপাড়ে হাউস, ক্লিন ও বিডবিস্নওজিইডি'র যৌথ আয়োজনে কৃষক জনতার প্রতীকী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, 'জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য জি-৭ ভুক্ত দেশগুলোর প্রকাশ্য প্রতিশ্রম্নতি থাকা সত্ত্বেও তারা জীবাশ্ম জ্বালানি প্রকল্পে এখনো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, যা জলবায়ু সংকট এবং বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর এর প্রভাবকে বাড়িয়ে তুলছে।' সমাবেশে জি-৭ ভুক্ত দেশগুলোর কার্বন নির্গমনকে প্রতীকীভাবে উপস্থাপন করা হয় এবং জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, পরিবেশ ও উন্নয়নে তারুণ্য'র সভাপতি ফারুক আহমদ, শরীফ আহমদ, সুরজত আলী, কৃষক সংগঠক মাহমুদুল হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে