জি সেভেন শীর্ষ সম্মেলন ২০২৪ এর প্রাক্কালে জীবাশ্ম জ্বালানি আসক্তি থেকে সরে আসা এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে সুনামগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা ইউনিয়নের ভৈষারপাড়ে হাউস, ক্লিন ও বিডবিস্নওজিইডি'র যৌথ আয়োজনে কৃষক জনতার প্রতীকী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, 'জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য জি-৭ ভুক্ত দেশগুলোর প্রকাশ্য প্রতিশ্রম্নতি থাকা সত্ত্বেও তারা জীবাশ্ম জ্বালানি প্রকল্পে এখনো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, যা জলবায়ু সংকট এবং বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর এর প্রভাবকে বাড়িয়ে তুলছে।' সমাবেশে জি-৭ ভুক্ত দেশগুলোর কার্বন নির্গমনকে প্রতীকীভাবে উপস্থাপন করা হয় এবং জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, পরিবেশ ও উন্নয়নে তারুণ্য'র সভাপতি ফারুক আহমদ, শরীফ আহমদ, সুরজত আলী, কৃষক সংগঠক মাহমুদুল হাসান প্রমুখ।