ফুলবাড়ী উপজেলা নির্বাচনে ৩ প্রার্থীর জামানত বাতিল

প্রকাশ | ১২ জুন ২০২৪, ০০:০০

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন, ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলো- চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম মন্টু, ভাইস চেয়ারম্যান পদে সোলায়মান সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজরা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থীর জামানত ফেরত পাওয়ার জন্য প্রাপ্ত ভোটের শতকরা ১৫ ভাগ ভোট পেতে হবে। ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে ভোট দিয়েছেন ৯০ হাজার ৭৭৬ জন। জামানত ফেরত পাওয়ার জন্য প্রয়োজন ১৩ হাজার ৬১৬ ভোট। সেখানে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম মন্টু আনারস মার্কা প্রতীকে মাত্র ২০৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। একইভাবে ভাইস চেয়ারম্যান পদে ভোট দিয়েছে ৯০ হাজার ৭৩৫ জন ভোটার, জামানত ফেরত পাওয়ার জন্য শতকরা ১৫ ভাগ হারে ১৩ হাজার ৬১০ ভোটের প্রয়োজন, সেখানে সোলায়মান সরকার টিউবওয়েল প্রতীকে ১৩ হাজার ৪৯৮ ভোট পেয়ে জামানত হারান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট দিয়েছে ৯০ হাজার ৭২১ জন ভোটার। জামানত ফেরত পাওয়ার জন্য শতকরা ১৫ ভাগ হারে ১৩ হাজার ৬০৮ ভোটের প্রয়োজন, সেখানে হাজরা বিবি হাঁস প্রতীকে ১২ হাজার ১২১ ভোট পেয়ে জামানত হারান। গত ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হয় ফুলবাড়ী ষষ্ঠ উপজেলা নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে তিনজন জামানত হারান।