'এবারের বাজেট গণমুখী ও বিজ্ঞানসম্মত'
প্রকাশ | ১২ জুন ২০২৪, ০০:০০
শেরপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম প্রস্তাবিত বাজেটকে গণমুখী, বিজ্ঞানসম্মত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতার অনন্য নজির বলে আখ্যায়িত করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
সোমবার শহরের চকবাজার দলীয় কার্যালয়ে আয়োজিত বাজেট-উত্তর এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
এ জন্য তিনি বাজেটকে স্বাগত জানিয়ে সরকারপ্রধানের প্রতি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আতিক বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত এবং সামাজিক নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে এবারের ২১তম বাজেট দিয়েছেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, ফখরুল মজিদ খোকন, মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাচ্চু, বশিরুল ইসলাম শেলু, সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, তাপস কুমার সাহা, শামীম আহমেদ, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম প্রমুখ।