খুলনায় সিল-প্যাড, জরিমানা আদায়ের রসিদসহ ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

প্রকাশ | ১২ জুন ২০২৪, ০০:০০

খুলনা অফিস
খুলনায় ডিবি অফিসে এক প্রেস ব্রিফিংয়ে ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তারের তথ্য জানান ডিবি জেলা প্রধান মো. নুরুজ্জামান -যাযাদি
খুলনা মেট্রোপলিটন ডিবির অভিযানে মোবাইল কোর্ট পরিচালনাকারী ভুয়া ম্যাজিস্ট্রেট তার ব্যবহৃত সিল-প্যাড, জরিমানা আদায়ের রসিদ বইসহ গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার নগরীর ডিবি অফিসে এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান ডিবি প্রধান মো. নুরুজ্জামান। প্রেস ব্রিফিংয়ে ডিবি প্রধান বলেন, গত ৮ জুন খুলনা সদর থানাধীন ডাকবাংলা মোড়ে লাভলু হোটেলে জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করে ওই হোটেল ম্যানেজারের কাছে আদায় করেন ভুয়া ম্যাজিস্ট্রেট। এ সময় তার সঙ্গে আনসার সদস্যরা ছিলেন। আনসার সদস্যরা জানতেন না এরা ভুয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তবে আনসাররা জড়িত কিনা সেটা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে তিনি বলেন। বিষয়টি হোটেল মালিক জানতে পেরে তাৎক্ষণিক জেলা প্রশাসক কার্যালয়ে যোগাযোগ করে এবং সিসি টিভি ফুটেজ দেখে জানতে পারেন যে, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওই দিন ডাক-বাংলা এলাকায় কোনো মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি। জেলা প্রশাসক বিষয়টি পুলিশ কমিশনারকে জানালে মহানগর গোয়েন্দা বিভাগের একটি চৌকস দল ভুয়া মোবাইল কোর্ট পরিচালনাকারী ভুয়া ম্যাজিস্ট্রেট শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম শুরু করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে গত সোমবার রাতে খালিশপুর থানার বৈকালী এলাকা হতে ভুয়া ম্যাজিস্ট্রেট এম সোহেল আরমানকে (৩৮) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি জেলার বটিয়াঘাটা থানার আবুল ফজলের ছেলে।