সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ পরিকল্পনার আওতায় সারা দেশে আরও ১৮ হাজার ৫৬৬ গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদুল আজহার আগে দেওয়া এই উপহার হাসি ফুটিয়েছে এসব পরিবারে। মঙ্গলবার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে দেওয়া এসব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর পক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তারা উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে লালমনিরহাটের কালীগঞ্জ, ভোলার চরফ্যাশন ও কক্সবাজারের ঈদগাঁও এলাকার উপকারভোগীদের সঙ্গে কথা বলেন। আমাদের আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও জেলা-উপজেলা প্রতিনিদিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ৫০টি ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা, সদর উপজেলা পরিষদের সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বের হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান আলামিনুল হক পাভেল প্রমুখ।
স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, সারা বাংলাদেশের মতো মাদারীপুর সদর উপজেলায় ৩২০ ঘরকে একক গৃহ নির্মাণ করে ভূমিহীনদের মধ্যে বিতরণ করা হবে। এর মধ্যে পেয়ারপুর ২৪০টি ও খোয়াজপুরে ৮০টি পুরাতন ব্র্যাক ঘরকে নতুন করে নির্মাণ করা হবে। এর মধ্যে প্রাথমিকভাবে ৩৫টি ঘর হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে মাদারীপুর সদর উপজেলার আচমত আলী খান অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউএনও মো. মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান ওবাইদুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন সদর এসিল্যান্ড সাইদুজ্জামান হিমু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।
কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬১টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ ঘোষণার মাধ্যমে কক্সবাজার জেলা গৃহ ও ভূমিহীনমুক্ত হলো।
কক্সবাজার জেলা প্রশাসন জানায়, পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে কক্সবাজারের সদর উপজেলায় ৭৫টি, ঈদগাঁও উপজেলায় ১৪৬টি এবং মহেশখালী উপজেলায় ৪০টিসহ মোট ২৬১টি ঘরের নির্মাণকাজ শেষ হয়। মঙ্গলবার এসব ঘর নির্বাচিত উপকারভোগীদের হস্তান্তর করা হলো। এতে করে কক্সবাজার জেলায় তালিকাভুক্ত আর কোনও ভূমিহীন পরিবার না থাকায় ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। নির্মিত প্রতিটি ঘরের সঙ্গে পরিবারপ্রতি ২ শতাংশ খাসজমি বিনামূল্যে বন্দোবস্থ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজারে যারা গৃহ ও ভূমিহীনরা জমি ও ঘর পেয়েছে তাদের জীবনমাত্রা উন্নয়ন করেছে। তাদের মাথা গোঁজার ঠাঁই হওয়ায় এখন তাদের কোনো সমস্যা হবে না।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। সে সময় সদর ইউএনও রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান প্রমুখ।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়োমে এ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সদরের ১৩২টি ভূমি ও গৃহহীন পরিবারকে গৃহ ও জমির কাগজপত্র হস্তান্তর করেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফসহ অতিথিরা। এ প্রকল্পে নড়াইল সদরের ১৩২টি এবং লোহাগড়া উপজেলার ৯৭টি পরিবারকে ৫ম পর্যায়ের নির্মিত গৃহ ও জমির কাগজপত্র হস্তান্তর করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে পুলিশ সুপার মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, সদর ইউএনও শারমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে ৫টি পরিবার পেয়েছে নতুন ঠিকানা। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুল আলম প্রধান, এসল্যিান্ড শাইখা সুলতানা, কাওরাইদ ইউপি চেয়ারম্যান আ. আজিজ, প্রহলাদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আকন্দ, শ্রীপুর পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মমিনা বেগম বুলবুলি, নাজমা আক্তার,সংবাদকর্মী ওয়াশিম প্রমুখ।
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে পঞ্চম পর্যায়ে ১৫০ পরিবার পেয়েছেন জমি ও গৃহসহ বসবাসের বিভিন্ন সুযোগ-সুবিধা। মঙ্গলবার সকালে উদ্বোধন অনুষ্ঠান শেষে ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এসব পরিবারকে জমির কাগজপত্রসহ ঘর হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, সহসভাপতি শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, মডেল থানার ওসি বিপুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, রেজাউল করিম ফকির, ইউনুস আলী শেখ, অ্যাডভোকেট হিটলার গোলদার, ফারুকুল ইসলাম ওমর প্রমুখ।
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি জানান, পঞ্চম পর্যায়ে মঙ্গলবার সকালে উপজেলার ভূমি ও গৃহহীন ২৮ পরিবারকে বাড়ির চাবি ও দলিল হস্তান্তরের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছে সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও ফারিহা তানজিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই। উপস্থিত ছিলেন এসিল্যান্ড উম্মে ইমামা বানিন, গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়নকারী কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারেফ হোসেন, শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা প্রমুখ।
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় আরও ৪২২ ভূমি ও গৃহহীন পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন শেষে উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপকারভোগীদের উপহারের সনদ প্রদান করা হয়। এ সময় পৌর মেয়র জমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ ও প্রেস ক্লাব সভাপতি দীলিপ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, সাড়াদেশের ন্যায় বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের ভূমি ও গৃহহীন ২০ পরিবারের মধ্যে দলিল, চাবি ও ঘর উপহার দেওয়া হয়। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গাজী মহুয়া মমতাজ, ইউএনও শামীম হুসাইন, এসিল্যান্ড মৌমিতা গৌহ ইভা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল হক, উপজেলা ইঞ্জিনিয়ার বনি আমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার বোরহানউদ্দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান জাফরুলস্নাহ চৌধুরী ও ইউএনও রায়হান-উজ্জামান উপকারভোগীদের হাতে ঘরের দলিলসহ যাবতীয় নথি হস্তান্তর করেন। এর মাধ্যমে উপজেলাকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলায় ৫ম পর্যায়ে ২৩৩টি একক ঘর এবং আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ ব্যারাক হাউস প্রতিস্থাপনপূর্বক নতুনভাবে নির্মিত ১৩২টি একক ঘর হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর অনুষ্ঠানে পৌর মেয়র রফিকুল ইসলাম, এসিল্যান্ড ইমরান জাহিদ খাঁন, ওসি শাহিন ফকির, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাহাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস আলী হিরা, মহিলা ভাইস চেয়ারম্যান আফছারুননেছা রেনু প্রমুখ উপস্থিত ছিলেন।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে ৫ম পর্যায়ের ২য় ধাপে ১৭১টি জমির দলিলসহ গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। উপজেলা কনফারেন্স হলরুমে ইউএনও মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মালেক, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান কামেলা খানম রূপা, চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, এসিল্যান্ড ডিপেস্নামেসি চাকমা, দোহাজারি পৌর মেয়র লোকমান হাকিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর প্রমুখ।
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি জানান, দাগনভূঞা উপজেলায় ৫৮টি ঘর হস্তান্তর অনুষ্ঠান মঙ্গলবার অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও নিবেদিতা চাকমার সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা মহসিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, দাগনভূঞা থানার ওসি আবুল হাসিম, প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইস্কান্দার নুরী প্রমুখ।
দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি জানান, মঙ্গলবার দেবিদ্বার উপজেলা পরিষদ হল রুমে ভূমিহীন- গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিলস্না-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদ। এ সময় ২৮ পরিবারের মধ্যে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেন তিনি। এসিল্যান্ড রায়হানুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম, ভাইস চেয়ারম্যান আবদুলস্নাহ্ আল-কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা, মুক্তিযুদ্ধা কমান্ডার মোস্তাকুর রহমান ফুল মিয়া।
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আরও ২শ' পরিবার নতুন ঘর পেয়েছে। গৃহ হস্তান্তর কার্যক্রমে ইউএনও মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে দীঘিনালা থানার ওসি নুরুল হক, এসিল্যান্ড আবুল হাসনাত খাঁন, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৮৯৮টি গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের পাশাপাশি ২৬ জেলার সব উপজেলাসহ আরও ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু হুসাইন বিপু।
এ সময় এসিল্যান্ড রাজ কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মহসীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ওসমান গনি, সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউলস্নাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপস্নব প্রমুখ।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে উপজেলার দুটি পরিবারের হাতে ঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও প্রীতম সাহা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড নাদির হোসেন শামীম।
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৭২টি ঘর ও জমির কাগজ বুঝিয়ে দেওয়া হয়। ইউএনও ইরতিজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিল্যান্ড কিশোর কুমার দাস, ওসি তদন্ত সজল খান, জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস, ঘাটাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান হিরা, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান প্রমুখ।
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি জানান, সিলেটের গোয়াইনঘাটে পুরাতন ব্যারাকে ৪০টি ঘর নতুনভাবে প্রস্তুত করে ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়েছে। ইউএনও তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, এসিল্যান্ড সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে ৭০টি পরিবারের হাতে নিজস্ব জমির কবুলিয়ত ও ঘরের চাবি তুলে দেওয়া হয়। নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও কেন্দুয়া ইউএনও ইমদাদুল হক তালুকদার এসব হস্তান্তর করেন। ইউএনও'র সভাপতিত্বে ও শিক্ষিকা রিমা সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীমা ইয়াসমিন, কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, পৌর মেয়র আসাদুল হক ভূঞা।
রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, রামগতিতে উপজেলা হলরুমে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগম,এসিল্যান্ড মানস চন্দ্র দাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ প্রমুখ।