কুমিলস্নার দাউদকান্দি থেকে টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার কর হয়েছে। এছাড়াও মাদককারবারিসহ পাঁচ জেলায় আরও ১৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার দাউদকান্দি থেকে লায়লা আক্তার ফারহাদের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন টিকটকার প্রিন্স মামুন। সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিলস্নার দাউদকান্দি টোল পস্নাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক।
তিনি বলেন, 'ঢাকা ক্যান্টনমেন্ট পুলিশের পক্ষ থেকে আমাদের রিকুইজিশন দেওয়া হয়েছিল। গ্রেপ্তারের পর ঢাকা ক্যান্টনমেন্ট পুলিশের একটি টিম দাউদকান্দি এলে তাদের কাছে প্রিন্স মামুনকে হস্তান্তর করা হয়েছে।'
প্রসঙ্গত বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন লায়লা আক্তার।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে বকুল মিয়া (৪২) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছের্ যাব। সোমবার গভীর রাতে মুজিবনগর দারিয়াপুর রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। এ সময় ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক বকুল মিয়া মুজিবনগর উপজেলার দারিয়াপুরের মৃত ইসরাফিলের ছেলে।
গাংনীস্থর্ যাব ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, বকুল মিয়া একজন চিহ্নিত মাদক পাচারকারী। ঘটনার সময় ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে সে রাস্তার ওপর অপেক্ষা করছিল। এ সময়র্ যাবের একটি টিম তাকে আটক করে।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে দুটি চোরাই মোটর সাইকেলসহ চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার ব্রজপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলো রাজশাহীর বাগমারা উপজেলার কাঠালবাড়ী গ্রামের আহাদ আলী হাবল (৬০), মধ্যঝিনা গ্রামের আমির হোসেন (৪৫), ভবানীগঞ্জ গ্রামের শামিম আলম ডালিম (৩৫), দানগাছী গ্রামের জাকিরুল ইসলাম আকাশ (২৬), পিদ্দপাড়া গ্রামের ফজেল প্রাং (৪৫) ও নজরুল সরদার দুখু (৪৫)।
আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, 'আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে মোটর সাইকেল দুটি চোরাই এবং বিক্রির জন্য তারা সেখানে নিয়ে আসে।'
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাইয়ে পৃথক অভিযানে ৪২ লিটার দেশীয় চোলাইমদসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটকরা হলো রাঙামাটি পৌর এলাকার পুরনো বাসস্টেশনের খোরশেদ আলম (৩০) ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ী এলাকার রনি (২৩)।
কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, গত সোমবার চন্দ্রঘোনা ইউনিয়নের থানাঘাট এলাকায় ৩০ লিটার চোলাইমদসহ খোরশেদ আলমকে আটক করা হয়।
অপরদিকে একই দিনে বারোঘানিয়া গেটের সামনে থেকে ১২ লিটার চোলাই মদসহ রনিকে আটক করা হয়।
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার দেবহাটায় নাজমিন নাহার (২৪) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৩ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার কুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার উত্তর কুলিয়ার আব্দুল করিম (১৯), সাগর হোসেন রাইদ (১৬) ও নিরব হোসেন (১৩)।
দেবহাটা থানার ওসি শেখ মাহমুদ হোসেন বলেন, গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের এবং অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবিএম জাকারিয়াকে ঢাকার একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার আমতলী পৌর শহরের একে স্কুল এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনাল-৪-এ সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক শাহরিয়ার কবির তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের একটি ধর্ষণ মামলায় স্কুল শিক্ষক এবিএম জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়।