বাংলাদেশের ভবিষ্যৎ তরুণদের বিশ্বমানের নাগরিকে পরিণত করতে এমআইটি'র ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স বড় ভূমিকা রাখবে। বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক সাড়া জাগিয়েছে হেইলিবারী ভালুকা এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স।
মঙ্গলবার ময়মনসিংহ ভালুকার হেইলিবারি ভালুকার স্থায়ী ক্যাম্পাসে হেইলিবারী ভালুকা এবং এমআইটি'র যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী 'এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স'র উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানান উপস্থিত বক্তারা। এমনকি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে হেইলিবারি ভালুকা কাজ করবে বলে আশা প্রকাশ করেন তারা।
এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন ভালুকার ১১ আসনের এমপি আব্দুল ওয়াহেদ। এছাড়াও উপস্থিত ছিলেন হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেড মাস্টার সাইমন ও' গ্রেডি এবং এমআইটির তিন জন ফ্যাকাল্টি ও ছয়জন গ্র্যাজুয়েটস।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, 'বিশ্বের নাম্বার ওয়ান বিশ্ববিদ্যালয় এমআইটিকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের একটি প্রেসটিজিয়াস আয়োজনের কেন্দ্র হিসেবে হেইলিবারি ভালুকাকে বেছে নেওয়ার জন্য। এমআইটির এই তিনজন ফ্যাকাল্টি মেম্বার এবং গ্র্যাজুয়েটরা এসেছেন আমাদের শিক্ষার্থীদের কীভাবে উন্নত জীবনে গড়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হয় তার অনুপ্রেরণা দিতে।'
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এমআইটির ফ্যাকাল্টি মেম্বার ক্রিস্টোফার জেমস মায়ের, ক্রিস্টিয়ান ইভান কার্ডোজো এভিলেস এবং এডওয়ার্ড জন মোরিয়ার্টি।
সম্পূর্ণ আবাসিক পরিবেশে আয়োজিত এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্সে অংশ নিয়েছেন এমআইটির চারজন ফ্যাকাল্টি মেম্বার এবং ছয়জন এমআইটি গ্র্যাজুয়েট। তাদের তত্ত্বাবধানেই ইঞ্জিনিয়ারিং এবং উদ্ভাবনী শক্তিকে উন্নত স্তরে প্রসারিত করা এবং একটি কার্যকর সমাধানের লক্ষে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্য থেকে নির্বাচিত ১১ থেকে ১৪ বছর বয়সি ১০০ জন শিক্ষার্থী। কনফারেন্সের শেষ দিনে অংশগ্রহণকারী সবাইকে এমআইটির এজগারটন সেন্টারের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।