সময় আবেদন পেয়ে সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের মতো তার স্ত্রী-কন্যাকেও জিজ্ঞাসাবাদে হাজির হতে নতুন তারিখ দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বেনজীরকে যেদিন ডাকা হয়েছে, তার পরদিন আগামী ২৪ জুন আসতে হবে তার স্ত্রী জিশান মির্জা এবং দুই কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরকে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বেনজীরকে গত ৬ জুন এবং তার স্ত্রী কন্যাদের ৯ জুন রোববার তলব হতে নোটিশ করা হয়েছিল। তাদের বিদেশ চলে যাওয়ার গুঞ্জনের মধ্যে ৫ জুন বেনজীর জিজ্ঞাসাবাদে হাজির হতে সময় চেয়ে আবেদন করেন।
দুদক আইন অনুযায়ী কাউকে নোটিশ করলে তিনি আসতে বাধ্য কিনা, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা নেই। তবে তারা সময় চাইতে পারেন। আর সময় চাইলে কমিশন ১৫ দিন সময় দিতে পারে।
দুদক কমিশনার মো. জহুরুল হক গত ৫ জুন বেনজীরের সময় আবেদন পাওয়ার পর বলেছিলেন, 'সময় দেওয়ার পরও যদি তিনি দুদকে না আসেন তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তখন নথিপত্র দেখে যদি অভিযোগ প্রমাণিত হয় হবে, না হলে নয়।'