সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১০ জুন ২০২৪, ০০:০০
প্রতিনিধি
শ্রেষ্ঠ অধ্যক্ষ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান) কারিগরি নির্বাচিত হয়েছেন নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে সম্প্রতি বিভাগীয় কমিশনার ও বিভাগীয় শিক্ষা অফিসের পরিচালকের সমন্বয়ে গঠিত যাচাই-বাছাই কমিটি তার শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, গবেষণা জার্নালে প্রবন্ধ প্রকাশ, পাঠ্যপুস্তক প্রণয়নসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাকে কলেজ পর্যায়ে (কারিগরি) রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান) নির্বাচিত করেন।
ভূমিসেবা সপ্তাহ
ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
দাউদকান্দি উপজেলা (ভূমি) অফিসে নাগরিকদের স্মার্ট পরিষেবা দিতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে উপজেলার ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান দাউদকান্দি উপজেলায় যোগদানের পর থেকে ভূমি অফিসে আমূল পরিবর্তন এসেছে। দাউদকান্দি উপজেলার ভূমি সেবা নিয়ে ভূমি সেবা প্রত্যাশিরা সন্তুষ্ট। উদ্বোধনের সময় ছিলেন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, পৌরসভা প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, জনতা ব্যাংক দাউদকান্দি শাখার ব্যবস্থাপক জসীম উদ্দিন আহম্মেদ।
আলোচনা সভা
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদী মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দিঘিরপাড় দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল হাসানের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দিঘিরপাড় দাখিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার সব শিক্ষার্থীরা রাস্তায় মানববন্ধন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিঘিরপাড় দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা নূরুলস্নাহ। এ সময় ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দিন, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মকবুল হোসেন, নিহত সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানের ছোট ভাই হাফিজুলস্নাহ্।
কবিতা উৎসব
ম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় কবি-সাহিত্যিকদের মিলনমেলা, 'মাটির টানে কবিতার ঘ্রাণে' বিষয়ক আলোচনা সভা ও ভালুকা কবি ও কবিতা উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার আনন্দমুখর পরিবেশে ভালুকা কবি ও কবিতা উৎসব, বঙ্গটিভি স্বর্ণ পদক ও আমার বাংলা সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। কবি সেলিনা রশিদ এডুকেশন ও কালচারাল সোসাইটির ব্যবস্থাপনায় কবি সেলিনা রশিদের সভাপতিত্বে, কবি সফিউলস্নাহ আনসারী ও মায়ারাজের সঞ্চালনায় অতিথি ছিলেন মিজানুর রহমান (অতিরিক্ত সচিব, অব.), কবি অধ্যাপক সাব্বির রেজা, সাংবাদিক নেতা লিয়াকত হোসেন, কলকাতার বাচিক শিল্পী দেবিকা বন্দ্যোপাধ্যায়, কবি আতিক হেলাল, বীর মুক্তিযোদ্ধা নূরুল মোমেন, ছড়াকার-ভাষাবিদ খন্দকার শাহিদুল হক, গীতিকার কাজী ফারুক বাবুল, আযাদ কামাল ও কবি আলম মাহবুব।
প্রেস ব্রিফিং
ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে ৫ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক একক গৃহনির্মাণের মাধ্যমে পুনর্বাসন এবং ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। এ সময় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানাসহ বিভিন্ন সংবাদকর্মী।
দ্বি-বার্ষিক সম্মেলন
ম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
লুটপাটতন্ত্র, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ রুখো- দাম কমাও, জান বাঁচাও- স্স্নোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র ভাঙ্গা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভাঙ্গা মহিলা কলেজের হলরুমে সম্মেলনের উদ্বোধন করেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সদস্য এবং ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আতাউর রহমান কালুকে সভাপতি এবং আবুল কালামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
দোকানে আগুন
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ি সদরে আগুনে ৪টি মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার ভোররাতে উপজেলার বিবিরহাট বাজারে পানের গলিতে এ ঘটনা ঘটে। জানা যায়, ফটিকছড়ি পৌরসভা মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেনের পারিবারিক টিনশেডের মার্কেটে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে আসে। খবর পেয়ে ফটিকছড়ি ফাইয়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে নিলক পালের মুদি দোকান, ইস্কান্দারের চাউলের দোকান, ইলিয়াসের মুদি দোকানসহ ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
শিক্ষার্থীদের সংবর্ধনা
ম ফরিদপুর প্রতিনিধি
এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ফরিদপুর পৌরসভা। শনিবার শহরের গোয়ালচামটে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনায় ৫৪৭ জন কৃর্তী শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন পৌর মেয়র অমিতাভ বোস। এ সময় তার সঙ্গে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ সামাদ, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর সিরাজুল ইসলাম, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো।
খেলা অনুষ্ঠিত
ম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর পৌরসভা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলকুচি পৌর এলাকার শেরনর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। বেলকুচি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ইকবাল রানা, পৌর কাউন্সিলর আলম প্রামাণিকসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
চারা বিতরণ
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর হাতে আম্রপালির চারা বিতরণ করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটরি এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউলস্নাহ। শনিবার বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে 'দিশা'র সহযোগিতায় চারা বিতরণকালে ছিলেন নবনির্বাচিত গফরগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ মানিক, দিশার প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল হাসান।
বিদায় সংবর্ধনা
ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট এফটস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ) কর্তৃক সমাজসেবা কর্মকর্তা মো. শাহ্ আলমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন দেশ এর আয়োজনে সংগঠনের অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজসেবা অফিসার শাহ্ আলমকে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান, সম্পাদক সানাউলস্নাহ, যুগ্ম সম্পাদক এসএম দেলোয়ার হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্য। দেশ সংগঠনের যুগ্ম সম্পাদক এসএম দেলোয়ার হোসাইনের সঞ্চলনায় সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহ আলম।
পুরস্কার বিতরণ
ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রোববার উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ '২৪ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, ভেড়ামারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু জাফর মো. মহসিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম, ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল।
কৃষিমেলা উদ্বোধন
ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে কন্দাল ফসল প্রকল্পের আওতায় শনিবার উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী-০৪ আসনের এমপি সিদ্দিকুল আলম সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াদ এরফান সরকার রানা, ভাইস-চেয়ারম্যান মোহসিন মন্ডল মিঠিু, মহিলা ভাইস-চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। উপজেলা কৃষি অফিসার ধীমান ভূষণের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
প্রেস ব্রিফিং
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার জেলার পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক গাইবান্ধার সাঘাটা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যমুনা নদীর চরের কাঁশবন থেকে ১২টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। শনিবার সাঘাটা থানা চত্বরে প্রেস প্রেস ব্রিফিং করেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল মো. আব্দুলস্নাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুস সামাদ, সেকেন্ড অফিসার মশিউর রহমান, এসআই, আশাদুল ইসলাম আসাদসহ উপজেলার কর্মরত সাংবাদিকরা।
প্রশিক্ষণ কর্মশালা
ম কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মু. রাসেদুজ্জামানের সভাপতিত্বে ও কর্মশালার সঞ্চালনায় ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরান হোসেন। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালায় রিার্সোস পারসন হিসেবে পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (মু ও প) যুগ্ম সচিব মো. শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন- জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো আশরাফুল হক।
খেলা সামগ্রী বিতরণ
ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বরাদ্দ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ফলের গাছ রোপণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলা সামগ্রী বিতরণ ও বিভিন্ন স্থানে ফলের গাছ রোপণ করেন- সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। এ সময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা প্রকৌশলী মো. আবু জাফর মিয়া, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, সালথা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সালথা উপজেলা শাখার সভাপতি আবু কাইয়ুম মোল্যা, যুবলীগ নেতা সোহেল মাহমুদ প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ
ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ভূঞা পরাজিত চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশলবিনিময় করেছেন। যা ইতোমধ্যে সোস্যাল মিডিয়ায় ও সর্ব সাধারণের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শনিবার সন্ধ্যার পর পরাজিত প্রার্থী একে নূরে আলম মো. জাহাঙ্গীর চৌধুরী (কাপ-পিরিচ), মো. হুমায়ুন কবির চৌধুরী (দোয়াত-কলম) ও মোহাম্মদ মিজানুর রহমানের (আনারস) সঙ্গে তাদের নিজ বাসায় গিয়ে মিষ্টিমুখ করিয়ে ফুলের মালা পরিয়ে দেওয়ার পাশাপাশি সহমর্মিতা প্রকাশ করেন এবং তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ভবন পরিদর্শন
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের (শিক্ষা মন্ত্রণালয়) অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম। শনিবার পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনসহ চলমান উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিন পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন- কলেজের অধ্যক্ষ মো. আহছান হাবিব। কার্যক্রম পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন।
গণশুনানি
ম লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে গণশুনানির আয়োজন করা হয়। রোববার সকালে সেবা প্রার্থীদের কাছে ভূমি বিষয়ে গণশুনানি করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভূমি অফিসের কানুনগো মিজানুর রশিদ, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. ইদ্রিস, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি, আধুনগর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সঞ্জিব চৌধুরী।
খেলা সামগ্রী বিতরণ
ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় রোববার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী এমপি বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে উপজেলার আটটি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ও ট্রপি প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সহ-সভাপতি বজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী ও ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল।
স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে কৈশোরকালীন বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে ৪৫ জন কিশোর ও ১০৫ জন কিশোরীকে চিকিৎসা প্রদান করা হয়েছে। কিশোরীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। রোববার উপজেলার হরিপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে গ্রাম বিকাশ কেন্দ্রের ডুগডুগীহাট পিপিইপিপি- ইইউ প্রকল্প ইউনিটের আয়োজনে এ ক্যাম্পের উদ্বোধন করেন, প্রকল্প সমন্বয়কারী মো. ফিরোজ আহমেদ। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা. মো. আহসান হাবীব। এ সময় ছিলেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মো. মেহেদী হাসান, শাখা ব্যবস্থাপক মো. ফরিদুল ইসলাম, সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মোছা. মেমী।