শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

কচুয়ায় ৫ম পর্যায়ে আশ্রয়ণের ঘর পাচ্ছে আরও ১১৬ ভূমিহীন পরিবার

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
  ১০ জুন ২০২৪, ০০:০০
কচুয়ায় ৫ম পর্যায়ে আশ্রয়ণের ঘর পাচ্ছে আরও ১১৬ ভূমিহীন পরিবার

কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ১১৬ ভূমিহীন-গৃহহীন অসহায় পরিবার। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অসহায় পরিবারের মধ্যে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হবে। এদিকে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে মোট ১৩৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ২ শতক জমিসহ ঘর প্রদান করা হয়েছে।

এছাড়া ৫ম পর্যায়ে ১১৬টি ঘর আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করবে কচুয়া উপজেলা প্রশাসন। যার মধ্যে প্রথম পর্যায়ে ৩৬টি, ২য় পর্যায়ে ১৭টি, ৩য় পর্যায়ে ৭৩টি, ৪র্থ পর্যায়ে ১০টি এবং ৫ম পর্যায়ে ১১৬টি ঘর নির্মিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কচুয়া ইউএনও রাখী ব্যানার্জী।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুমার কুন্ডু, পলস্নী বিদু্যৎ সমিতির এজিএম নাজমুল হোসেন, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না, সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে