নীলফামারীতে সবজি সংগ্রহ কেন্দ্র উদ্বোধন

প্রকাশ | ১০ জুন ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কৈপাড়ায় সবজি সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে সবজি সংগ্রহ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নীলফামারীর উপপরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিসের সহযোগিতায় জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের কৈপাড়ায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৈপাড়া সবজি উৎপাদক দলের পরিচালনায় নীলফামারীর এসিও'র সিনিয়র ম্যানেজার লোটাস চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন উপসহকারী কৃষি অফিসার প্রফুলস্ন রায়, কৈপাড়া সবজি উৎপাদক দলের সভাপতি বিপস্নব সরকার ও চিত্ত সরকার, প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল প্রমুখ। পরে ফিতা কেটে সবজি সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন এবং আয়বর্ধক দুইটি পেঁপে গাছের চারা রোপণ করা হয়।