দেড় মাস পর কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন
প্রকাশ | ১০ জুন ২০২৪, ০০:০০
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মৃতু্যর ৪৪ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম ফয়জার রহমান (৪৫)।
রোববার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম, ভূরুঙ্গামারী থানা পুলিশের উপস্থিতিতে উপজেলার বঙ্গসোনা হাট ইউনিয়নের গনাইর কুটিগ্রাম থেকে লাশটি উত্তোলন করেন।
এ ব্যাপারে গত ১ মে নিহত ফয়জারের ছেলে হাফিজুর রহমান ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম জানান, আদালতের নির্দেশে এবং জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম কর্তৃক আদেশপ্রাপ্ত হয়ে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।
ওসি রুহুল আমিন জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।