বসুরহাট পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশ | ১০ জুন ২০২৪, ০০:০০

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের ১৪১ কোটি ৫১ লাখ ৯২ হাজার ১৯৪ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র আবদুল কাদের মির্জা। রোববার সকাল ৯টায় পৌরসভার কার্যালয়ে গণমাধ্যমকর্মী, কাউন্সিলর ও পৌর কর্মকর্তাদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন তিনি। এবারের বাজেট বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার টানা ১৭তম বাজেট। বাজেটে আয়ের খাতে ট্যাক্সেস ধরা হয়েছে ৮ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকা, রেইট ১ কোটি ১০ লাখ টাকা, ফিস ১৫ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা, অন্যান্য খাতে ২ কোটি ৫৮ লাখ টাকা, রাজস্ব খাতে সরকারি অনুদান ৫০ লাখ টাকা, উন্নয়ন খাতে সরকারি অনুদান, প্রকল্প সহায়তা ও রাজস্ব উদ্বৃত্ত ৯৮ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা, মূলধন আয় ৭০ লাখ টাকা, আগত তহবিল ১৩ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৭৯৪ টাকা এছাড়াও ব্যয় খাতে সাধারণ সংস্থাপন ধরা হয়েছে ৪ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৫৫৮ টাকা, শিক্ষা ও সংস্কৃতি খাতে ৪০ লাখ টাকা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান অনুদান ও অন্যান্য ৩০ লাখ টাকা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা, কর আদায় ও অন্যান্য খাতে ৫ লাখ টাকা, পরিচালন, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য ৪ কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৬০০ টাকা, রাজস্ব খাতে উন্নয়ন কাজ ১৪ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা, অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ৯৮ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা, মূলধন ব্যয় ৮৫ লাখ টাকা, সমাপনী স্থিতি ১৩ কোটি ৯১ লাখ ৫৪ হাজার ২৩৬ টাকা। মোট ১৪১ কোটি ৫১ লাখ ৯২ হাজার ১৯৪ টাকা। বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। এ সময় তিনি বলেন, 'পৌরসভার নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত খাল পরিষ্কার এবং অন্যান্য সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৬০ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়িত হবে।'