চার জেলার সড়কে ৬ প্রাণহানি
টাঙ্গাইলে ট্রেন-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর
প্রকাশ | ১০ জুন ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানি ঘটেছে। রংপুর, মাদারীপুরের শিবচর, গাজীপুরের শ্রীপুর ও সিরাজগঞ্জের তাড়াশে এসব দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে, টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চূর্ণবিচূর্ণ হয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল ও কালিহাতী প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু সেতু-গাজীপুর রেললাইনে টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভার মসিন্দা অরক্ষিত রেল ক্রসিংয়ে রোববার ভোরে একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা চূর্ণবিচূর্ণ হয়ে আরোহী আবু তালেব নামে এক লিচু ব্যবসায়ীর মৃতু্য হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। নিহত আবু তালেব কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিমলিডার বেলাল হোসেন জানান, নিহত আবু তালেব এলেঙ্গা বাজার থেকে লিচু কিনে অটোরিকশায় ছাতিহাটি যাচ্ছিলেন। অটোরিকশাটি বঙ্গবন্ধু সেতু-গাজীপুর রেল লাইনের মসিন্দা রেল ক্রসিংয়ে উঠে পড়লে রাজশাহী থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে ছিটকে পড়ে। এ সময় ট্রেন আসতে দেখে অটোরিকশা ছেড়ে নামার সময় চালকসহ তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ব্যবসায়ী আবু তালেবের মৃতু্য হয়। গুরুতর আহতাবস্থায় দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, ট্রেন দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রংপুরে প্রতিনিধি জানান, রংপুরে গঙ্গাচড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃতু্য হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার গঙ্গাচড়া উপজেলার পাগলাপীর-গঞ্জপুর সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ ডিগ্রি কলেজ শিক্ষক দীবা রানী সরকার (৪০) ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের আনসার সদস্য মেহেরুল (৩৫)।
গঙ্গাচড়া মডেল থানার উপ-পরিদর্শক জনক রায় জানান, নীলফামারীর জলঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মেহেরুল মারা যান। পরে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দীবা রানী মারা যান।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের পিকআপ ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুই গাড়িরচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন গাড়ি দুটির দুই হেলপার।
রোববার ভোরে এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে শিবচর উপজেলার আড়িয়ালখাঁ ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকটির চালক ঝিনাইদহের খালিশপুর থানার বজরাপুর এলাকার মো. ইসার ছেলে মো. উজ্জাল (৩৫) এবং পিক-আপের চালক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম এলাকার মোজাহার আলীর ছেলে রায়হান মিয়া (২১)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ভোরে ওই এলাকায় একটি ট্রাক দ্রম্নত গতিতে যাওয়ার সময় সামনে দাঁড়িয়ে থাকা অপর আর একটি পিকাপকে পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির চালক উজ্জল এবং পিকাপ চালক রায়হান গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক আহত দুজনকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে ড্রাম্প ট্রাকের ধাক্কায় নুরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃতু্য হয়েছে। রোববার সকালে উপজেলার শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের বরামা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৫৬) বরামা গ্রামের কাদির মিয়ার ছেলে। তিনি স্থানীয় মেঘনা গ্রম্নমের মালিকানাধীন পোশাক কারখানায় চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, নুরুল বাইসাইকেলে সকালে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বরামা চৌরাস্তায় পৌঁছালে পেছন থেকে শ্রীপুরগামী একটি ড্রাম্পট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘেষণা করেন।
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর ও ভটভটির সংঘর্ষে ট্রাক্টরচালক নিহত হয়েছেন। গত বুধবার সকালে ৯টার উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোজাম উদ্দিন (৩৮) উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের মৃত মো. সিরাজ আলীর ছেলে।