শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

পুলিশ কর্মকর্তা অপসারণ ও শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ১০ জুন ২০২৪, ০০:০০
পুলিশ কর্মকর্তা অপসারণ ও শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি

রাজাকর নঈম খান ওরফে নঈম গুন্ডাকে এক মামলায় স্বাধীনতার পক্ষের ব্যক্তি উলেস্নখ করে আদালতে প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে এবং ওই প্রতিবেদন দাখিলকারী পুলিশ কর্মকর্তার অপসারণের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এদিন দুপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অবস্থান কর্মসূচিতে অংশ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন। প্রায় ২ ঘ্‌টাব্যাপী চলা এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য বলেন শহীদ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাউদ্দিন বেগ, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সরকার, মুক্তিযোদ্ধার সন্তান শাহনাজ পারভীন, মাহফুজা আক্তার, মিজানুর, বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রোকেয়া ও আলম আরা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে