রাজাকর নঈম খান ওরফে নঈম গুন্ডাকে এক মামলায় স্বাধীনতার পক্ষের ব্যক্তি উলেস্নখ করে আদালতে প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে এবং ওই প্রতিবেদন দাখিলকারী পুলিশ কর্মকর্তার অপসারণের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এদিন দুপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অবস্থান কর্মসূচিতে অংশ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন। প্রায় ২ ঘ্টাব্যাপী চলা এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য বলেন শহীদ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাউদ্দিন বেগ, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সরকার, মুক্তিযোদ্ধার সন্তান শাহনাজ পারভীন, মাহফুজা আক্তার, মিজানুর, বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রোকেয়া ও আলম আরা প্রমুখ।