ফেনীর সোনাগাজীর্ যাবের বিশেয অভিযানে পরিবহণ সেক্টরের ৮ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছের্ যাব। এ ছাড়া নাটোর, কিশোরগঞ্জের বাজিতপুর, নীলফামারীর ডিমলায়, নোয়াখালীর চাটখিল ও সুবর্ণচরে গরুচোর, মাদককারবারি, জালটাকাসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি জানান, ফেনীর সোনাগাজীর্ যাবের বিশেয অভিযানে পরিবহণ সেক্টরের ৮ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছের্ যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্(যাব) সদস্যরা।
রোববার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জেলার সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঘটনার মূলহোতা সোনাগাজী উপজেলার উত্তর চর চান্দিনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (৩০), মির্জাপুর এলাকার আব্দুস শুক্কুরের ছেলে মো. এমরান হোসেন (৩৬), চর গণেশ এলাকার মৃত ফজলুল হক চৌধুরীর ছেলে একেএম মাইনুল হক চৌধুরী মাঈনুদ্দীন (৩৭) ও এ কে এম মোফাজ্জল হক চৌধুরী (৪৮), পূর্ব চর গণেশ এলাকার মো. হাবিবুলস্নাহর ছেলে মো. শহিদুল ইসলাম (৩৪), তুলাতুলী এলাকার মৃত সিদ্দিক আহম্মদের ছেলে নূর করিম (২৭), পূর্ব সুজাপুর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে সিরাজুল ইসলাম (৪২), রামচন্দ্রপুর এলাকার করিমুল হকের ছেলে রবিউল হক (২৯)।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রামে ট্রাক থামিয়ে মারপিট করে চারটি গরু লুট করা হয়েছে। শনিবার রাত দেড়টায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনা উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। আটক ট্রাকচালক আবদুল আলীম (৩২) পাবনার চাটমোহর উপজেলা মধুরাপুর গ্রামের মোতাহার আলীর ছেলে ও হেলপার স্বাধীন হোসেন (২০) একই উপজেলার আনকুটিয়া গ্রামের আবদুল মান্নান শিকদারের ছেলে। ছিনতাইকারীদের পিটুনিতে আহত হন গরু ব্যবসায়ী দবির উদ্দিন (৫৬)। তিনি পাবনার ইশ্বরদী উপজেলা সারিকাজি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ার্দির ইউনিয়নের উছমানপুর সাকিনস্থ মফিজ মিয়ার গোয়ালঘর থেকে একটি গরু ৮ জুন রাত ১টা ৩০ মিনিটের দিকে গোয়ালঘর থেকে একটি গরু নেওয়ার পথে গরুসহ দুই গরুচোরকে এলাকাবাসীর ঘেরাওয়ের মুখে ধরা পড়ে। পরে পুলিশ দুই গরুচোরকে থানায় আটক করেছেন। আটকৃতরা হলেন- আব্দুল হামিদের ছেলে মো. রমজান মিয়া (২৬) ও কটিয়াদী উপজেলার ভোগপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে আহম্মেদ রাফি (২০)।
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী গত শনিবার বিকালে চাটখিল উপজেলার বানসা গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি জাকির হোসেনকে (২৪) ৮০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে। আটককৃত জাকির হোসেন বানসা গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, পান দোকানিকে বিল পরিশোধ করতে গিয়ে সুবর্ণচরে জাল টাকাসহ মো. খুরশিদ আলম স্বপন (৪৭) নামে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার রাত ১০টায় তাকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের থানার হাট বাজার থেকে আটক করা হয়। গ্রেপ্তার স্বপন জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাটইয়া গ্রামের ফয়েজ উল্যাহ মেম্বার বাড়ির মৃত আব্দুল গোফরানের ছেলে।
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডিমলায় আলোতিচ (০৮) শিশু ধর্ষণ মামলার আসামি ২৩ দিন পর রোববার সকালে জেলার সৈয়দপুর উপজেলার বিমানবন্দর এলাকা থেকের্ যাব-১৩ এর একটি চৌকস টিম আসামি মমিনুর রহমানকে (২৮) গ্রেপ্তার করে। পরে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য ডিমলা থানার (ওসি) দেবাশীষ রায়ের কাছে আসামিকে হস্তান্তর করা হয়।