লালপুরে আ'লীগ নেতা মঞ্জু হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ভূমি-গৃহের দাবি এবং মিথ্যা মামলা প্রতিবাদ
প্রকাশ | ১০ জুন ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মঞ্জু হত্যার বিচারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভূমি ও গৃহের দাবিতে ভূমিহীনদের মানববন্ধন এবং পাবনার আটঘড়িয়ায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যার বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান, মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গোপালপুর পৌর আওয়ামী লীগ ও স্থানীয়রা। রোববার উপজেলা পরিষদের সামনে লালপুর-বনপাড়া সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, নিহত মঞ্জুর মা রাহেলা বেগম, ভাই গোপালপুর পৌরসভার স্থানীয় কাউন্সিলর মাসুদ রানা, মোস্তাক আহমেদ প্রমুখ। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের শনিবার বিকালে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের দাবিতে ৪২ ভূমিহীন-গৃহহীন পরিবার মানববন্ধন করেছে। অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল মন্দিরের সামনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন অরুয়াইল আখড়া মন্দিরে সভাপতি বেনী মাধব রায়। বক্তব্য দেন জাতীয় হিন্দু মহাজোট জেলা সভাপতি জয় শংকর চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দেব দাস সিংহ রায়, সাধারণ সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস, গোপাল চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা পরশ ঘোষ, ক্ষীরুদ চন্দ্র ঘোষ, জনি আচার্য, শুভা সূত্রধর, সোনতী সূত্রধর প্রমুখ। আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে তানভীরের সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আটঘরিয়া বাজারে রোববার কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোহাইমিনুল ইসলাম চঞ্চল।