বগুড়ায় ভিন্ন ঘটনায় দুইজন ও বাগেরহাটে রিকশাচালক খুন হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ও চট্টগ্রামের চন্দনাইশে শঙ্খ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, বগুড়া জানান, বগুড়ায় মো. ব্রাজিল (৩৩) নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে ও সম্রাট ইসলাম (২৫) নামে একজন অটোরিকশা চালককে খুন করা হয়েছে। শনিবার রাত ও রোববার সকালে বগুড়ার কাহালু এবং সদর উপজেলা পৃথক এলাকা থেকে ওই দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বগুড়া সদরের এরুলিয়া এলাকা সংলগ্ন কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের ব্রাজিল রাত সোয়া ১০টার দিকে মোটর সাইকেলে এক সঙ্গীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে এবং হামলা চালায়। এ সময় ব্রাজিলকে ধারাল অস্ত্র দিয়ে উপর্যুপরী কুপিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে তার সঙ্গী হামলার সময় পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায় নিহত ব্রাজিল বগুড়া শহর ও কাহালু এলাকায় পরিচিত ছিল। দুই থানায় তার বিরুদ্ধে ২৯টি মামলা রয়েছে। কাহালু থানার ওসি জানিয়েছেন পূর্ব শত্রম্নতার জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে। ব্রাজিলের সঙ্গীকে পাওয়া গেলে কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে সে বিষয়ে পরিষ্কার হওয়া যাবে।
অন্যদিকে বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কে কুরশাপাড়া এলাকার একটি কালভার্টের কাছে অটোরিকশা চালক সম্রাট ইসলামের লাশ পাওয়া যায়। শনিবার বিকালে তিনি গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন। পুলিশের ধারণা তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা। তিনি শহরের জামিলনগর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলায়।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট পৌর শহরের রেল রোড এলাকায় মো. বাশার (২২) নামের একজন রিকশাচালক খুন হয়েছেন। রোববার সকালে পুরাতন রেল স্টেশনের মন্দির রোড থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ বাশারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। বাশার শহরের নাগেরবাজার এলাকার আ. আজিজের ছেলে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো উদঘাটন হয়নি।
নাগেরবাজার ও পুরাতন রেল স্টেশন এলাকার বাসিন্দারা জানান, সকালে মন্দিরের রোডে বাশারের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ এসে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি সাইদুর রহমান জানান, তার মাথার পিছনের দিকে থেতলানো অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে পিছন থেকে বাশারের মাথায় আঘাত করা হয়েছে। বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরের ডুবাইল চরপাড়া এলাকা থেকে পা ভাঙা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ডুবাইল চরপাড়া এলাকায় সড়কের পাশে এক লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা ভাঙা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তাকে কেউ অন্য কোথাও হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে।
কালিয়াকৈর থানার ওসি অপারেশন যোবায়ের আহম্মেদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী পৌরসভাস্থ লালুটিয়া এলাকায় সাঙ্গু নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ব্যক্তির বয়স আনুমানিক ২২-২৩ বছর।
দোহাজারী পৌরসভার কাউন্সিলর মাওলানা নাজিম উদ্দীন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শনিবার দুপুরে ওই এলাকার জনসাধারণ লালুটিয়া স্টিল ব্রিজের দক্ষিণ পাশে সাঙ্গু নদীর সঙ্গে সংযুক্ত লালুটিয়া খালে ভাসমান একটি অজ্ঞাত লাশ দেখতে পায়। পরে ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবহিত করে। সংবাদ পেয়ে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর বিলস্নাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।