সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৯ জুন ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
নেতাকর্মীদের সংবর্ধনা
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা যুবদলের কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুজ্জামান লিটন, নাজমুল হুদা সাগর, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, এম তমাল আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুম, রুবায়েত হোসেন, কেন্দ্রীয় যুবদলের সদস্য জাহিদ হাসান, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ অন্যরা।
সাধারণ সভা
ম বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মো. লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কালব দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের সাধারণ সম্পাদক মো. একরাম হোসেন তালুকদার। বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি মো. আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালব-এর জেলা ব্যবস্থাপক মি. অরুন কুমার।
শিক্ষার্থীদের সংবর্ধনা
ম মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যর্ যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ইতিমধ্যে মাধবপুর-চুনারুঘাটে ফলজ বৃক্ষরোপণ শুরু হয়েছে। শুক্রবার বিকালে হবিগঞ্জের মাধবপুর যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে যমুনা লাইফ স্টাইল ব্র্যান্ড হুর'র উদ্যোগে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। যমুনা গ্রম্নপের পরিচালক সুমাইয়া রোজালিন ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যমুনা গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, বিদ্যালয়ের সিইও আয়মান সাদিক। এ সময় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সরকার প্রমুখ।
মতবিনিময় সভা
ম পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
৬ষ্ঠ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণার শেষদিনে উপজেলার আগড়ঘাটা বাজারে পালকি প্রতীকের গণসংযোগ ও মতবিনিময় করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আব্দুল ওয়াহাব বাবলু। তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শুক্রবার বিকালে উপজেলার আগড়ঘাটা বাজারে গণসংযোগ ও মতবিনিময় করেন। এ সময় ছিলেন যুবলীগ নেতা অহেদুজ্জামান মোড়ল, আওয়ামী লীগ নেতা গৌতম ঘোষ, দীপক কুমার, অলকেশ ঢালী, কিরণ চন্দ্র ঢালী, সবুজ মোড়ল, রাবু ইসলাম দীপু, ইনছার আলী গাজী, মোস্তাক আহমেদ, রহমত মোড়ল, সাইফুলস্নাহ মোড়ল, ও ইকবাল হোসেন।
ফুটবল টুর্নামেন্ট
ম দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২-১ গোলে মিরপুর উপজেলাকে হারিয়ে দৌলতপুর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার কুষ্টিয়া মোহিনী মিলস্ মাঠে খেলা শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। চ্যাম্পিয়ন ট্রফি হাতে পেয়ে আনন্দ জোয়ারে ভাসেন দৌলতপুরের সমর্থক ও ফুটবল ভক্তরা। এ সময় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুলস্নাহর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দৌলতপুরের খেলা প্রিয় দর্শকরা মাঠে খেলা উপভোগ করেন।
মেডিসিন শপ পরিদর্শন
ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে বরিশাল বিভাগীয় ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মো. আব্দুল বারী ১৪টি মডেল মেডিসিন শপ পরিদর্শন করলেন। গত বৃহস্পতিবার ফার্মেসিগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করেন ওষুধ প্রশাসন বরিশালের সহকারী পরিচালক মো. আব্দুল বারী। এ সময় ছিলেন বেটার হেলথ ইন বাংলাদেশ (বিএইচবি) প্রকল্পের ট্রেনিং অ্যান্ড এক্রেডিটেশন কোর্ডিনেটর মো. সাইফুল ইসলাম ও ট্রেনিং-এক্রেডিটেশন এসোসিয়েট মো. মোখলেছুর রহমান এবং তাদের সার্বিক সহযোগীতায় ছিলেন নলছিটি সরকারি ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক (অবঃ) মো. সামসুল আলম খান বাহার ও উপজেলার বিসিডিএস সভাপতি ডা. মো. ইউসুফ আলী তালুকদার প্রমুখ।
সমন্বয় সভা
ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁয় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা অডিটরিয়ামে স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক সোহেল রানা'র সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
অ্যাডভোকেসি সভা
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তি বৃদ্ধি করার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের এইড ফাউন্ডেশনের উদ্যোগে চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় শনিবার দুপুরে ঝিনাইদহ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলাম, চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের কর্মকর্তা খন্দকার আশরাফুন্নাহার আশা, সিবিআর কর্মী রাশিদুল ইসলামসহ অন্যরা। বক্তারা প্রতিবন্ধী শিশুদের আগামীতে শিক্ষায় অন্তর্ভুক্তি বৃদ্ধি করা যায় ও সে ক্ষেত্রে বাধাগুলো কি কি এবং কীভাবে এর সমাধান করা যায় এ বিষয়ে সবাই মতামত প্রকাশ করেন।
ফুলেল শুভেচ্ছা
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনটি চতুর্থ ধাপে অনুষ্ঠিত হয়েছে। সাবেক এডিসি প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলাউল হকের ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল হক কাজল, মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা অনুষ্ঠানের পর শুক্রবার বিকালে এ বি সিদ্দিক টাওয়ারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ছিলেন চেম্বার অব কর্মাসের সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি মো. কবীর হোসেনসহ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কমিটি গঠন
ম কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত চট্টগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন (২০২৪-২৫) কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিয়াজ উদ্দীন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইমন আহমেদ। সংগঠনের সাবেক সভাপতি কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অনিন্দিতা পাল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি এম এ মান্নান, আরাফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন হাসান, হাবিবুল আবরার, সাখাওয়াত হোসেনসহ আরও অনেকে।
কাজের অগ্রগতি
ম নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলী উপজেলার কুর্শা-গুরুই ছয় কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়েছে গত কয়েক মাস আগে। সেই রাস্তার কুর্শার কয়েক লাখ টাকার কালভার্টের কাজ এগিয়ে চলছে। এই কাজটি নিকলী উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী রকিবুল আলমসহ তার অফিসের লোকজন তদারকি করছেন। ঠিকাদার প্রতিষ্ঠান সিআইপি মো. তাজুল ইসলাম এ কালভার্টের কাজটি বর্ষার আগেই শেষ করবেন বলে জানা গেছে।
ফলক উন্মোচন
ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়ায় কালীবাড়ি মহাশ্মশান উপজেলা কেন্দ্রীয় মন্দিরের পুকুরের গাইডওয়াল নির্মাণ কাজ শেষে ফলক উন্মোচন করা হয়েছে। শনিবার দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম এ ফলক উন্মোচন করেন। এ উপলক্ষে মন্দির চত্বরে মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম কুমার দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান সাগর, আবু বক্কর সিদ্দিক, ইউনুছ আলী মহলদার মানিক, মন্দির কমিটির সহসভাপতি অ্যাডভোকেট উৎপল কুমার বাগচী।
প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
'আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার' এই সেস্নাগানের আলোকে বাগেরহাটের মোলস্নাহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমি ও গৃহহীন আরও ৬৪টি পরিবারকে (৫ম পর্যায়ে) জমিসহ গৃহ হস্তান্তর বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ১১ জুন জমিসহ গৃহ হস্তান্তরের লক্ষ্যে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান সজল, প্রেস ক্লাব মোলস্নাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোলস্না।
ফ্রি মেডিকেল ক্যাম্প
ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলার হোগলা ইউনিয়নে বিশেষজ্ঞ চিকিৎকের মাধ্যমে বিনা মুল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার উপজেলার হোগলা ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম আকন্দ খোকনের উদ্দ্যোগে তার নিজ বাড়ী জোয়ারদার পাড়ায় দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় ছিলেন চিকিৎসক ডা. মো. দেলোয়ার জাহান খান, ডা. মো.আশরাফুল ইসলাম, ডা. কাজী রাইয়ান হক, ডা: মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম বিনামূল্যে বিভিন্ন রোগীদের চিকিৎসা প্রদান করেন।