শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

রূপগঞ্জের মুড়াপাড়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৯ জুন ২০২৪, ০০:০০
রূপগঞ্জের মুড়াপাড়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরে ২ কোটি ৬৫ লাখ ৫৭ হাজার ২০০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫০ লাখ ৯১ হাজার ৫০ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ১৪ লাখ ৬৬ হাজার ১৫০ টাকা।

মাদক বিরোধী, ক্রীড়া অনুষ্ঠান, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, পানি সরবরাহ, জলবদ্ধতা নিরসন, পয়নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষ রোপণ রক্ষণাবেক্ষণ, রাস্তা-ঘাট, কালভার্ট ও ড্রেন নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে।

গত ৩০ মে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ। অনুষ্ঠান পরিচালনা করেন প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান। বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রুবেল মাহমুদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে