যশোরের একশ' মেধাবী অসচ্ছল ছাত্রী উপহার পেল বাইসাইকেল
প্রকাশ | ০৯ জুন ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে ব্যতিক্রমী আয়োজনে প্রত্যন্ত অঞ্চলের একশ' মেধাবী অসচ্ছল ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে শনিবার দুপুরে ছাত্রীদের হাতে এই বাইসাইকেল তুলে দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিদ্যালয় থেকে দূরবর্তী স্থানে বাড়ি হওয়ায় বাইসাইকেল পাওয়া এই শিক্ষার্থীরা যারপরনাই খুশি।
যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, বীরপ্রতীক ইসহাক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ অসচ্ছল ও মেধাবী ছাত্রীকে এই সাইকেল উপহার দেওয়া হয়। বাইসাইকেল পাওয়া ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুনের বাড়ি ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামে। স্কুল থেকে তার বাড়ির দূরত্ব দেড় কিলোমিটার। সাইকেল পেয়ে আপস্নুত ফাতেমা জানায়, এতদিন দেড় কিলোমিটার হেঁটে স্কুলে আসা যাওয়া করতে হতো। এখন থেকে নিজের সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া আসা করতে পারবে। তার স্কুলে যাওয়া আসার কষ্ট দূর হলো। এখন সে মন দিয়ে লেখাপড়া করতে পারবে।
নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে এই বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাঘারপাড়া উপজেলা প্রশাসন। বাঘারপাড়া ইউএনও হোসনে আরা তান্নি বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই উদ্যোগের মাধ্যমে এই শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত সহজ হয়ে যাবে।
সাইকেল বিতরণ উপলক্ষে ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া ইউএনও হোসনে আরা তান্নি। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার (চলতি দায়িত্ব) মো. কামরুজ্জামান, বাঘারপাড়া এসি ল্যান্ড তামান্না ফেরদৌসী, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি। জেলা প্রশাসকের হাত থেকে বাইসাইকেল উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রত্যন্ত অঞ্চলের এই মেধাবী শিক্ষার্থীরা।