শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

রংপুরে অর্থ বরাদ্দ হলেও ৬৩টি সরকারি প্রাথমিক স্কুল মেরামতের কাজ হয়নি

রংপুর প্রতিনিধি
  ০৯ জুন ২০২৪, ০০:০০
রংপুরে অর্থ বরাদ্দ হলেও ৬৩টি সরকারি প্রাথমিক স্কুল মেরামতের কাজ হয়নি

রংপুরে ৬৩টি সরকারি প্রাথমিক স্কুলকে সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হলেও কোনো কাজ হয়। এসব স্কুল রংপুর সদর ও সিটি করপোরেশন এলাকায় অবস্থিত। প্রত্যেকটি স্কুলকে দেড় লাখ টাকা করে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল।

শিক্ষা অফিস সূত্র জানায়, চতুর্থ শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় ২০২৩-২৪ অর্থবছরে মাইনর মেরামত কার্যক্রমের জন্য রংপুরের ৬৭টি স্কুলকে নির্বাচন করা হয়। এজন্য নির্বাচিত প্রত্যেকটি স্কুলকে বরাদ্দ দেওয়া হয় দেড় লাখ টাকা করে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৬৭টি স্কুলের মধ্যে ৬৩টিতে কোনো প্রকার মেরামতের কাজ হয়নি। দেড় লাখ টাকার মধ্যে স্কুল মেরামতের অর্থ ব্যয়ের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রংপুর সদর উপজেলা শাখা কর্তৃক এস্টিমেট করা হয়। সেটি রংপুর সদর শিক্ষা প্রকৌশল অফিসে পাঠানো হয়। সূত্র মতে, স্কুলগুলোতে মেরামতের কাজ হয়েছে কিনা তা যাচাই করবে শিক্ষা প্রকৌশল অফিস। যাচাইয়ে ঠিকঠাক মতো মেরামতের কাজ শেষ হলে দেওয়ার হয় এজিইডির প্রত্যয়নপত্র।

পুলিশ লাইন সরকারি প্রাথমিক স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, এই স্কুলটি মেরামতের কাজ শেষ করে প্রত্যয়ন নিয়েছে। এই স্কুলের মতো কয়েকটি স্কুল একই পথ অনুসরণ করেছে। বাকিগুলো কোনো প্রত্যয়ন দেখাতে পারেনি। অথচ ২০২৩-২৪ অর্থবছর প্রায় শেষের দিকে। এই স্কুলগুলো রংপুর ও সিটি এলাকায় অবস্থিত।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে মাইনর মেরামত কার্যক্রমের সময় রংপুর সদর উপজেলা শিক্ষা অফিসার ছিলেন মো. আনোয়ারুল ইসলাম। এখন তিনি পদোন্নতি পেয়ে এডিপিও হয়েছেন। তার সঙ্গে এ বিষয়ে কথা হয়। তিনি জানান, বরাদ্দকৃত অর্থের কাগজপত্র এখনো হিসাবরক্ষণ অফিসে জমা দেওয়া হয়নি। এ কারণে হয়তো অধিকাংশ স্কুল মেরামতের কাজ করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে