মধ্যনগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০
প্রকাশ | ০৯ জুন ২০২৪, ০০:০০
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও পরাজিত প্রার্থী সাইদুর রহমানের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া এলাকায় এ সংঘর্ষ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে এই এলাকায়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আব্দুর রাজ্জাক ভুঁইয়া নবনির্বাচতি উপজেলা চেয়ারম্যান। সাইদুর রহমান স্থানীয় আওয়ামী লীগ নেতা, স্থানীয় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইদুর রহমান।
সাঈদুর রহমান দাবি করেন, আব্দুর রাজ্জাক ভুঁইয়ার ভাতিজা সাবেক সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদের নেতৃত্বে তার বাড়িঘরে হামলা হয়েছে। হামলায় সাইদুর রহমান (৬০) নিজে, তার সঙ্গে থাকা হারুন (২৮), আজমির রহমান (৫০), ছেলে অ্যাডভোকেট আরিফুর রহমান ঝিনুক (২৭) ও কামাল মিয়া (৪০) আহত হন।
সংঘর্ষে রাজ্জাক ভুঁইয়ার পক্ষের বাছেত ভুঁইয়া (২৯), আনোয়ার (২৯), হুমায়ুন (২৮), অমি (২৭), আমিনুল ইসলাম আহত হয়েছেন।
জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ বলেন, 'আমরা কাউকে হামলা করিনি। সাইদুর রহমানের লোকজন আমার ভাতিজা বাছেত ভুঁইয়ার (২৯) ওপর হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।'
এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া বলেন, 'আমরা শান্তিপ্রিয় মানুষ। পরাজিত প্রার্থী সাইদুর রহমান বাড়ি থেকে লাঠিসোটা নিয়ে তিনিসহ তার লোকজন রামদা্তকিরিচসহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বাজারে এসে আমার সমর্থকদের উপর হামলা চালান। এতে আমার নাতি বাছেত ভূঁইয়া ও আমার সমর্থক আনোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন। সাইদুরের বাড়িঘরে কেউ হামলা করেনি।'
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ওসি এমরান হোসেন বলেন, 'দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কথার কাটাকাটিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষেই কয়েকজন আহত হয়েছে জানতে পেরেছি। খবর পাওয়ার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।'