সারাদেশে ভূমিসেবা সপ্তাহ পালিত

প্রকাশ | ০৯ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
গাজীপুরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম -যাযাদি
'স্মাট ভূমিসেবা, স্মাট নাগরিক' স্স্নোগানকে লালন করে ভূমিসেবা সপ্তাহ পালন উপলক্ষে সারাদেশে বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার 'স্মাট ভূমিসেবা, স্মাট নাগরিক' স্স্নোগানকে লালন করে ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ হারুন অর রশিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবিনা ইয়াসমীন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম, প্যানেল মেয়র-১ এসএম মহসীন আলম প্রমুখ। ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মণ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, ঝিনাইদহ আদালতের এপিপি অ্যাড. বিকাশ কুমার। আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন উপজেলা ভূমি অফিস নাজির আফরিন জাহান, প্রধান সহকারী রুবেল হোসেন, সার্ভেয়ার ইয়াকুব আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, গণমাধ্যমকর্মী সাংবাদিক ওমর ফারুক, সরদার উত্তাল মাহমুদ। মহানগর প্রতিনিধি গাজীপুর জানান, স্মার্ট ভূমি সেবার অঙ্গীকার নিয়ে গাজীপুরে শুরু হলো ভূমি সেবা সপ্তাহ। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান। এতে আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হাতেম আলী, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী, শিক্ষাবিদ মুকুল কুমার মলিস্নক। গোপালগঞ্জ প্রতিনিধি জানান,'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' স্স্নোগানকে সামনে রেখে গোপালগঞ্জ শুরু হয়েছে ভূমিসেবা সপ্তাহ-২০২৪। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বরে আয়োজিত ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারজানা জাহান উপমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মহসিন উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম। পঞ্চগড় প্রতিনিধি জানান, 'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' সেস্নাগানকে সামনে রেখে পঞ্চগড়ে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদেরের সভাপতিত্বে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এএস শাহনেওয়াজ প্রধান শুভ, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা মলিহা খানম। সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অফিস চত্বর থেকের্ যালি শেষে ভূমি অফিস কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিমের সভাপতিত্বে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী। এ সময় অনুষ্ঠানে ছিলেন উপজেলার ৯টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, শিক্ষক সাংবাদিক, ভূমির মালিকগণ। জনসচেতনতামূলক ভূমি সেবার বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়। সোনাতলা, বগুড়া প্রতিনিধি জানান, 'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' তারই অংশ হিসেবে সোনাতলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সোনাতলা ভূমি অফিসে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন ওই সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা প্রতীক মন্ডল ও সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তারা। ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত উপজেলা, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে চলবে এ কর্মসূচি। ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, 'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' এই সেস্নাগানে নীলফামারীর ডোমারে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি জান্নাতুন ফেরদৌস হ্যাপী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী। কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি জানান, স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার শুরু হলো ভূমিসেবা সপ্তাহ ২০২৪। সপ্তাহব্যাপী এ মেলায় শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। শনিবার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমামের সভাপতিত্বে এ সময় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিতি রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক। কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ভূমিসেবা সপ্তাহেরর্ যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। সেবা সপ্তাহের শেষে আলোচনা সভায় ছিলেন ভূমি অফিস সহকারী মো. হাবিবুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এনামুল হক বাবুল। কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, সারা দেশের মতো গাজীপুরের কালীগঞ্জেও শুরু হয়েছে ভূমিসেবা সপ্তাহ। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে 'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক'। শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। শনিবার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উদ্বোধন করা সেবা সপ্তাহ চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজী টুলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, ভূমিসেবা প্রত্যাশী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে শনিবার ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে উপজেলা ভূমি অফিসসংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমানের সভাপতিত্বে এ সময় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুলস্নাহ মোস্তাফিজ, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ ও সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার প্রমুখ। দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা ভূমি অফিস দৌলতপুরের আয়োজনে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুলস্নাহ। এর আগে একটির্ যালি উপজেলা সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুলস্নাহ, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী প্রমুখ। কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, 'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' এই সেস্নাগান নিয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে উপজেলা প্রসাশনের উদ্যোগে ভূমিসেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে কাশিয়ানী উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভূমিসক্রান্ত বিষয় নিয়ে স্বাগত বক্তব্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল। \হউপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাসেদুজ্জামানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ কে এম মাহমুদ, কাশিয়ানী প্রেসক্লাবের সভাপতি মুন্‌শী ওয়াহিদুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আবজাল হোসেন। পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, 'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' প্রতিপাদ্যে ভূমিসেবা সপ্তাহ দিবস উদযাপন উপলক্ষে পত্নীতলায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার উপজেলা চত্বরে র?্যালি শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুনের সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা বেগম। ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী। শনিবার ইন্দুরকানী নতুন ভূমি অফিস মিলনায়াতনে এ সময় ছিলেন উপজেল নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী, প্রেস ক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসেন। ইউনিয়নের তহসিলের সহকারী ভূমি কর্মকর্তা এমিলী খানম, মো. রিয়াজুল ইসলাম, ও পাড়েরহাট তহশীলের উপসহকারি ভূমি অফিসার মামনুর রশিদ। পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশ উপজেলায় স্মার্ট ভূমিসেবায় হয়রানি বন্ধ করতে সক্ষম হয়েছে উপজেলা প্রশাসন। ফলে এর সুফল পাচ্ছে এ উপজেলার ভূমি সেবাপ্রত্যাশীরা। শনিবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে ভূমিসেবা সপ্তাহ-২০২৪' উদযাপন অনুষ্ঠানের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুলস্নাহ্‌। পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে এ সময় ছিলেন পলাশ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা,পলাশ প্রেস ক্লাবের মো. আশাদউলস্নাহ মনা। শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, শিবালয়ে 'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' এই সেস্নাগানকে সামনে রেখে শনিবার সকালে ভূমিসেবা সপ্তাহ পালন করা হয়েছে। উপজেলা হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উথলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্বাস আলী, তেওতা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, মহাদেবপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া। মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের মধুখালীতে ভূমিসেবা সপ্তাহ উদযাপান উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনের্ যালি ও আলোচনা সভা ও সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে সেবাসমূহ কর্মসূচির উদ্বোধন ও বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান। আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইরফানুর রহমান ও মধুখালী থানার ভারপ্রাপত্ম কর্মকর্তা তদন্ত মো. সফিকুল আলমসহ প্রমুখ। চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের চরভদ্রাসনে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা এগারোটার দিকে নানা আয়োজনের মধ্য দিয়ে এ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এ সময় ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার আলী মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বীথি, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, কালিয়াকৈর উপজেলা ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষের্ যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদের সভাপতিত্বে ভূমি সংক্রান্ত নানা সমস্যা নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কানুনগো আব্দুল আলীম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাজেদুল ইসলাম, ফতেপুর ভূমি উন্নয়ন কর্মকর্তা তাহমিনা আক্তার, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মো. ইমারত হোসেন, অবসরপ্রাপ্ত ভূমি কর্মচারী মির্জা শাহিনুর রহমান, সাধারণ নাগরিক মিজানুর রহমানসহ অন্যরা। নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় ভূমি সেবা সপ্তাহ/২৪-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সপ্তাহব্যাপী এই সেবা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন। উরফা ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. হযরত আলীর সঞ্চালনায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সরকারি হাজী জালমামুদ কলেজের উপাধাক্ষ্য মো. আলতাব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডেরর সাবেক কমান্ডার আবুল মুনসুর আহমেদ। ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই স্স্নোগানকে সামনে রেখে সারাদেশের মতো ইসলামপুরেও চালু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে। উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বে) সহকারী কমিশনার ভূমি সাইদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাই চেয়ারম্যান আবিদা সুলতানা যুঁথী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার। নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। শনিবার উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস। বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে 'স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক' প্রতিপাদ্য বিষয় নিয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এসি ল্যান্ড কার্যালয় থেকে একটির্ যালি বের করা হয়। পরে ভূমি সেবা নিয়ে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা পিআইও মো. মজনুর রহমান, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু। তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা। এ সময় ছিলেন নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু, সোনাকাটা ইউপি চেয়ারম্যান ফরাজী মো. ইউনুচ, তালতলী প্রেস ক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক মুহা. আবু বকর ছিদ্দিক। দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর দুর্গাপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা ভূমি অফিসের আয়োজনে স্মার্ট ভূমি উন্নয়ন কর, স্মার্ট নামজারি, স্মার্ট খতিয়ান, স্মার্ট জমির ম্যাপের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক। এ সময় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, ভূমি অফিসের সার্ভেয়ার রণজিত কুমার, উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, গোলাম এজাজ, তানভীর আহম্মেদ, সার্টিফিকেট সহকারী মনিরুল ইসলাম। শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা ভূমি অফিসের আয়োজনের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, মাছিমপুর ইউপি চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুলু প্রমুখ।