সোনারগাঁয়ে স্ত্রী-সন্তানের সামনে যুবককে গুলি করে ও পিটিয়ে হত্যা

শ্রীপুরে স্বামীর তালাবদ্ধ ওষুধের দোকানে স্ত্রীর গলাকাটা লাশ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের কোদালের কোপে বড়ভাই নিহত তিন জেলায় দুই শিশুসহ আরও ৩ অপমৃতু্য

প্রকাশ | ০৯ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রকাশ্য দিবালোকে স্ত্রী-সন্তানের সামনে যুবককে গুলি ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গাজীপুরের শ্রীপুরে স্বামীর তালাবদ্ধ ওষুধের দোকানে স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। এদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছোটভাইয়ের কোদালের কোপে বড়ভাই নিহত হয়েছে। অন্যদিকে ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজের ২ দিন পর ঠেলা চালকের লাশ উদ্ধার, কুমিলস্নার চৌদ্দগ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃতু্যও নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদী থেকে ভাসমান শিশুর লাশ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রী, সন্তানদের সামনে মনিরুজ্জামান মনু (৪২) নামে এক যুবককে গুলি ও পিটিয়ে প্রকাশ্যে হত্যা করেছে সন্ত্রাসীরা। যার একটি ভিডিও ফুটেজ সামাজিত মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন বন্দর থানার ২৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকার এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান মনু মুরাদপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা। এদিকে নিহত মনিরুজ্জামানের ছেলে মিনহাজ বলেন, 'এলাকার নুরা মিয়ার তিন ছেলে মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আমার বাবাকে ঘর থেকে টেনে বের করে। এরপর তারা বাবার শরীরে গুলি চালায় ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে। সন্ত্রাসীরা তাকে নিথর অবস্থায় ফেলে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ সময় বোন মীম আক্তার মোবাইল দিয়ে একটি ভিডিও ফুটেজ ধারণ করে। যা পরে সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।' ওসি গোলাম মোস্তফা বলেন, পূর্বশত্রম্নতার জের ধরে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে একই এলাকার আরেকটি সন্ত্রাসী গ্রম্নপ। তাদের ধরতে আমাদের অভিযান চলছে। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ওষুধের দোকানের ভেতর থেকে রেহেনা আক্তার নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। দোকানটি নিহতের স্বামী চালাতেন এবং দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। মরদেহের পাশ থেকে একটি বঁটি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১২টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশের মোস্তফা মার্কেটের একটি ওষুধের দোকান থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রেহেনা আক্তার (২৭) গোপালগঞ্জ জেলার ইদ্রিস আলী ভুঁইয়ার মেয়ে এবং নরাইল জেলার কালিয়া উপজেলার কিবরিয়ার স্ত্রী। শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, খবর ঘটনাস্থল থেকে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের পাশ থেকে একটি ধারাল বঁটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্বামী স্ত্রীকে হত্যার পর মরদেহ ফেলে পালিয়েছে। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ছোটভাই আনারুল ইসলাম শ্যামলের কোদালের কোপে বড়ভাই সামসুল হুদা (৪২) নিহত হয়েছেন। নিহত সামছুল উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে। এ ব্যাপারে অভিযুক্ত আনারুল ইসলাম শ্যামল (২৯) ও তার স্ত্রী গোলাপী বেগমকে (২৪) আসামি করে হুদার স্ত্রী লাবনী আকতার হত্যা মামলা করলে পুলিশ গোলাপীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ছোটভাই শাহিন (৩২) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, সামসুল ও তার সহোদর ছোটভাই শাহিনের সঙ্গে তাদের বিমাতা ছোটভাই আনারুল ইসলাম শ্যামলের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। গত বুধবার বাজারে যাওয়ার সময় শ্যামল তাদের পথরোধ করে। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্যামল কোদাল দিয়ে তাদের উপুর্যপরি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে হুদা মারা যায়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্‌ বলেন, ঘটনার পর থেকে মামলার মূল আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের তৎপরতা চলছে। হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী কড়ইতলী শালবনের গভির জঙ্গল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকাল ১১টায় হালুয়াঘাট পুলিশ এই লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম কোরবান আলী (৬০)। তিনি পশ্চিম কড়াইতলী এলাকার মৃত আহমদ আলীর ছেলে। পেশায় তিনি ঠেলাচালক। বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এই ব্যক্তির মৃতু্য হয়েছে বলে ধারণা করছেন বন বিভাগসহ স্থানীয় এলাকাবাসী। চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে মো. রাব্বি (৮) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। এ সময় রকি (৭) নামে আরেক শিশু আহত হয়েছে। মৃত রাব্বি জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকার হোসেনপুর গ্রামের রফিক মিয়ার ছেলে। তথ্যটি শনিবার দুপুরে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা। রাব্বি ও রকি দুজনই মামাত-ফুফাত ভাই। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা গ্রামে। বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে উপজেলা সদরে অবস্থিত বালুর চরের নিচে পানিতে লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। বিভিন্ন ফেসবুকে পোস্ট করলে ছড়িয়ে পড়ে। পোস্ট দেখে জেলার ধামুইরহাট উপজেলার চৈতন্যন গ্রামের জুয়েল হোসেনের ছেলে স্বাধীন (৪) বলে জানা যায়।