জুয়াড়িসহ চার জেলায় গ্রেপ্তার ২১

প্রকাশ | ০৯ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
নারায়ণগঞ্জের আড়াইহাজার, জামালপুরের বকশীগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা ও নীলফামারীর জলঢাকায় আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও উলিস্নখিত গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ৮০ হাজার টাকা। গ্রেপ্তাররা হচ্ছেন কুমিলস্নার মুরাদনগর থানার রহিমপুর এলাকার মৃত ফজুল মিয়ার ছেলে আরিফ (২২) এবং দেবিদ্বার থানার ছোট শালঘর এলাকার মৃত আবদুল বাকীর ছেলে আবুল কালাম (৫৯)। এ ব্যাপারে থানার এসআই সাইফুল বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করলে শনিবার তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে ওসি মোহাম্মদ আহসানউলস্নাহ জানান। বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি) এর সদস্যরা। এছাড়াও পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হিরোইনসহ আরও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতে পৃথক স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি-২ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ২টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝ গেদরা এলাকায় অভিযান চালায় উপপরিদর্শক আবু রায়হানের নেতৃত্বে ডিবি-২ এর টিম। অভিযানে জুয়ার আসর থেকে বাবুল মিয়া (৩২), মিষ্টার আলী (৩৫), হাসান ইমতিয়াজ (৩৫), মাসুদ রানা (৩০), আবু তাহের (৩৫), রফিকুল ইসলাম (৩৯), লেবু মিয়া (৩৫) ও শাহজামাল (৩৫)। অন্যদিকে দেওয়ানগঞ্জ উপজেলার মৌলভীরচর এলাকা থেকে ৫ গ্রাম হিরোইন ও ১৫ পিস ইয়াবাসহ দু'জন এবং ইসলামমপুর থেকে ১২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি-২। জেলা গোয়েন্দা শাখা-২ এর ওসি সোহেল রানা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করে শনিবার জামালপুর আদালতে পাঠানো হয়েছে। ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় ৪৯৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সঞ্জয় মন্ডল (২৪), নীল রতন মন্ডল মরু (২৮) ও অমিত বাছার (১৯)। শুক্রবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশের ভাঙ্গা জোনের একটি দল উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাক্ষনপাড়া গ্রামের পাগলা মন্ডলের বাড়ির সামনে থেকে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইমানুর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর জলঢাকায় ১৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের মাদক বহনকারী মাইক্রোবাসটিও জব্দ করা হয়। শনিবার ভোরে পৌর শহরের বঙ্গবন্ধু চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- ঝালকাঠির রাজাপুর থানার কানুদাসকারী এলাকার মৃত তানজের আলীর ছেলে হুমায়ুন (৩৮) ও তার স্ত্রী আর্নিকা আক্তার (২৫)। বর্তমান ঠিকানা নীলফামারী উত্তর হাড়োয়া ৩নং ওয়ার্ড। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌর শহরের বঙ্গবন্ধু চত্বর চেকপোস্ট বসিয়ে গাঁজা মাইক্রোবাসে বহন করার সময় ওই দু'জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়।