রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

বাংলাদেশ থেকে কর্মী নিতে জাপানের প্রতি আহ্বান রাষ্ট্রদূতের

যাযাদি ডেস্ক
  ০৮ জুন ২০২৪, ০০:০০
বাংলাদেশ থেকে কর্মী নিতে জাপানের প্রতি আহ্বান রাষ্ট্রদূতের

বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ দিতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির রাজধানী টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। শুক্রবার টোকিওর বাংলাদেশ দূতাবাসে আয়োজিত 'বাণিজ্য, বিনিয়োগ এবং মানবসম্পদ' শীর্ষক এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।

সেমিনারে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ জাপানের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন খাত যেমন পোশাক শিল্প, চামড়া, পাট, লাইট ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তির পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল, হাই-টেক পার্ক এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রদূত জাপানে ক্রমহ্রাসমান জনসংখ্যার প্রেক্ষাপটে জাপানের জনশক্তি নিয়োগকারী সংস্থাগুলোকে বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের আহ্বান জানান।

সেমিনারের সহ-আয়োজক আইএম জাপানের নির্বাহী চেয়ারম্যান (সিইও) হিতোশি কানামোরি তার বক্তব্যে বাংলাদেশ থেকে আরও বেশি মানবসম্পদ আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে