সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৮ জুন ২০২৪, ০০:০০

প্রতিনিধি
রেস্টুরেন্ট উদ্বোধন ম বগুড়া প্রতিনিধি বগুড়ার ভোজনপ্রিয় মানুষের জন্য চট্টগ্রামের মেজবান ও খুলনার চুই গোস্তের বিশাল সমাহারের একটি রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বগুড়া শহরের প্রাণকেন্দ্র জলেশ্বরীতলা এলাকার ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে চোখ-ধাঁধানো ডেকোরেশন ও অত্যধুনিক ডিজাইনের ভিন্ন সাজে এই রেস্ট্ররেন্টটি চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে এম রৌফ, সাধারণ সম্পাদক মো. আবু সাইদ, কালবেলা পত্রিকার বগুড়া বু্যরো প্রদীপ মহন্ত, মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, সকালের সময় পত্রিকার বগুড়া প্রতিনিধি সংগীত রায় বাপ্পি, আমাদের অর্থনীতির প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, যায়যায়দিন ও বাংলাটিভির বগুড়া প্রতিনিধি ইমরান হোসাইন লিখন। বেঞ্চ বিতরণ ম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচিতে জাইকার আর্থিক সহায়তায় ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫২ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে বেঞ্চ বিতরণ করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল। বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে আরও ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। ফলমেলা উদ্বোধন ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 'ফলে পুষ্টি, অর্থ দেশ, স্মার্ট স্মার্ট কৃষির বাংলাদেশ' এ প্রতিপাদ্য নিয়ে ফটিকছড়িতে উপজেলা ফলমেলা ২০২৪-এর উদ্বোধন উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও স্থানীয় উৎপাদিত ফসল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। এসময় ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী তন্ময় নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান। ফুলেল শুভেচ্ছা ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের গণসংর্বধনা ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পার্বতীপুর উপজেলা মুক্তিযুদ্ধা কমপেস্নক্স প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ এই সংর্বধনার আয়োজন করে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ হাফিজুল ইসলাম প্রামাণিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা নাসরিনকে সংর্বধনা দেওয়া হয়। সংর্বধনা অনুষ্ঠানে পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন স্তরের মানুষ ছিলেন। জন্মদিন পালন ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারা থেকে বহুল প্রচারিত সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার ১৩তম জন্মদিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার ভেড়ামারা শহরের মধ্যবাজার হালিম বিশ্বাস সুপার মার্কেট চেতনায় কুষ্টিয়া মিডিয়া লি. কার্যালয়ের সামনে আলোচনা সভা ও কেক কেটে পত্রিকার ১৩তম জন্মদিন উদযাপন করা হয়। ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলের সভাপতিত্বে চেতনায় কুষ্টিয়া পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল আলিমের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শামিমুল ইসলাম ছানা। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের মধুপুরে লেবুজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মধুপুর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্নী। আধুনিক জাত ও প্রযুক্তি, ট্রেনিং ও অঙ্গছাঁটাই, ওয়াটার সাকার সরানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও হাতে-কলমে চারা রোপণ কৌশল শেখান কৃষি সম্প্রসারণ অফিসার জনাব তাজমি নূর রাত্রি। \হ প্রশিক্ষণ অনুষ্ঠিত ম মাগুরা (শালিখা) প্রতিনিধি মাগুরা শালিখা উপজেলা সমবায় কার্যলয়ের আয়োজনে সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য রাখেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলমগীর হোসেন, উপজেলা সমবায় অফিসার মো. নুরোল ইসলাম, জেলা সমবায় কার্যালয়ের সরেজমিন গিয়ে তদন্তকারী কোর্স পরিচালক মো. হাসিবুর রহমান, সহকারী পরিদর্শক ও সহকারী কোর্স পরিচালক মো. ইসমাইল হোসেন। আর্থিক সহায়তা ম স্টাফ রিপোর্টার, নোয়াখালী নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত দুইশ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় দরবেশ বাজারে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নিজে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ছয় হাজার টাকা করে দুইশ পরিবারকে সর্বমোট ১২ লাখ ১৪ হাজার টাকা তুলে দেন। এ সময় ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শাহাদাত হোসেন, অ্যাকশন এইডের প্রোগ্রাম অফিসার মো. হামিদুল ইসলাম, জিহান সোহানা নাবি, চানন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, নোয়াখালী প্রেস ক্লাবেরর সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু। অবহিতকরণ কর্মশালা ম বেতাগী (বরগুনা) প্রতিনিধি বরগুনার বেতাগীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক দিনব্যাপী এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ। এ অনুষ্ঠানে অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আব্দুর রাজ্জাক, বরগুনার উপ-পরিচালক মাহমুদুল হক আজাদ, সহকারী কমিশনার ভূমি বিপুল শিকদার। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. জিন্নাত সুলতানা ও সহকারী পরিচালক ডা. আফরোজা বেগম। এ সময়ে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. দেলোয়ার হোসেন ও মেডিকেল অফিসার ডা. হিমেল হোসেন। সভা অনুষ্ঠিত ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি প্রেস ক্লাব মোলস্নাহাটের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রেস ক্লাব মোলস্নাহাটের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব মোলস্নাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাব মোলস্নাহাটের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোলস্না, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মোর্শেদা আখতার, নির্বাহী সদস্য মো. মাকসুদ আলম, নির্বাহী সদস্য মো. বাশার মোলস্না, সাংবাদিক শরিফুল ইসলাম দিদার ও সাজ্জাদুল ইসলাম লিপ্টন। ওরশ অনুষ্ঠিত ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি শান-এ-গাউছুল আজম মাইজভান্ডারী ফোরামের ব্যবস্থাপনায় গাউছুল আজম মাইজভান্ডারীর চান্দ্রবার্ষিকী (কমরী) ওরশ ৫ জুন সম্পন্ন হয়েছে। ফোরামের চেয়ারম্যান ডাক্তার শাহসুফি সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারীর সভাপতিত্বে এ সময় ছিলেন গাউছুল আজম মাইজভান্ডারী ফোরামের ভাইস চেয়ারম্যান শাহসুফি সৈয়দ শহিদুল হক মাইজভান্ডারী, সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী হাওলাপুরী, শেখ সাইফুলস্নাহ ফারুকী চরণদ্বীপি। ছেমা পরিচালনা করেন কাওয়াল সৈয়দ নাছের ও তার দল। মিলাদ-ক্বিয়াম ও মোনাজাত পরিচালনা করেন শেখ শহিদুলস্নাহ ফারুকী চরণদ্বীপি। সঞ্চালনায় ছিলেন সৈয়দ আবুল ফজল মনসুর উলস্নাহ সুলতানপুরী। গাউছুল আজম মাইজভান্ডারীর উপস্থিতিতে মাইজভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে অনুষ্ঠিত হয়। জনপ্রতিনিধিদের সংবর্ধনা ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে মারমা উন্নয়ন সংসদ (মাউস) মানিকছড়ি উপজেলা শাখা। শুক্রবার মানিকছড়ি হেডম্যান কার্যালয়ে মারমা উন্নয়ন সংসদ উপজেলা শাখার সভাপতি নিপ্রম্ন মারমা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাচিং চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার সংস্থার সদস্য কংজরী চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন টানা দুই বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান চলাপ্রম্ন মারমা নিলয় ও নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নূর জাহান আফরিন লাকি। শাহাদত বার্ষিকী ম পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার পটিয়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ ইদ্রিস মিয়া। পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মো. মনিরের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক।