রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

বদলগাছীতে তীব্র গরমে কদর বেড়েছে ডাবের

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
  ০৮ জুন ২০২৪, ০০:০০
বদলগাছীতে তীব্র গরমে কদর বেড়েছে ডাবের

নওগাঁর বদলগাছীতে তীব্র রোদ ও ভাপসা গরমে কদর বেড়েছে ডাবের। একটানা ভাবে রোদ গরম হওয়ায় বদলগাছীর বিভিন্ন বাজারে দেখা গেছে ১ পিস ডাবের দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা বর্তমান ১১০ থেকে ১২০ টাকা। বদলগাছী বাজারে ডাব ক্রেতা আজিজুল হক বলেন আমি ৩দিন আগে ৪টি ডাব ৪০০ টাকা দিয়ে নিয়ে গিয়েছিলাম কিন্তু প্রতিটি ডাবে ১ গস্নাস পানিও নেই। আমার মা অসুস্থ ডাক্তার বলছে বেশি করে ডাব ক্ষেতে হবে তার জন্য আমি আজ আবার ডাব নিতে এসেছি। কিন্তু ডাবের দাম ১২০ টাকা চাচ্ছে। ডাব বিক্রেতা কিনা মন্ডল বলেন দীর্ঘদিন ধরে গরম হওয়ার কারণে এলাকায় কোনো ডাব পাওয়া যাচ্ছে না। খুলনা থেকে চরা দামে কিনে গাড়ি ভাড়াসহ অনেক দাম বেশি পড়ে যাচ্ছে। আমরা ডাব ব্যবসায়ীরা সামান্য লাভে বিক্রি করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে