সাতকানিয়ায় উপজেলা ফল মেলা শুরু

প্রকাশ | ০৮ জুন ২০২৪, ০০:০০

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
'ফল পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ' এই প্রতিপাদ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী উপজেলা ফল মেলা- ২০২৪ইং। সাতকানিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ ফল মেলা চলবে শনিবার পর্যন্ত। ফল মেলা ও প্রদর্শনী উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা-কর্মচারীরা। ফল প্রদর্শনী স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির দেশীয় ফল দ্বারা সাজানো হয়েছে। এ ছাড়াও মেলায় ফল চাষের বিভিন্ন প্রযুক্তিও প্রদর্শন করা হয়। স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী ও পথচারীরা দেশীয় জাতের ফলগুলো দেখতে স্টলে এসে ভিড় জমাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এ মেলার মধ্য দিয়ে দেশীয় ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি এসব উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবেন।