রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

হালদা নিয়ে কাজ করতে চাই -এভারেস্টজয়ী বাবর আলী

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৮ জুন ২০২৪, ০০:০০
হালদা নিয়ে কাজ করতে চাই -এভারেস্টজয়ী বাবর আলী

এভারেস্টজয়ী ডা. বাবর আলী বলেছেন, 'আমি হালদা পাড়ের সন্তান, তাই হালদা নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি এলাকার গরিব অসহায় মানুষ যাদের ডাক্তারের ফি দেওয়ার সামর্থ্য নেই, তাদের জন্য দরজা সবসময় খোলা।' মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ের অভিজ্ঞতা বর্ণনা দিতে গিয়ে বলেন, এভারেস্টে আরোহণ করার সময় কোনো সমস্যা হয়নি, কিন্তু নামার পথে একটি স্থানে তুষার ঝড়ের কবলে পড়েন। সেটা এক ভয়ানক অভিজ্ঞতা বলে জানান তিনি।

সংঠনটির কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল নাথ। দপ্তর সম্পাদক মুহাম্মদ আবু নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, সহ-সভাপতি জাহেদ মঞ্জু, জাহেদুল আলম জাহিদ, উজ্জ্বল নাথ, সুমন পলস্নব, আবুল মনসুর, রিমন মুহুরী, ওসমান গনি, এইচ এম এরশাদ, ধর্ম সাহাবুদ্দীন সাইফ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে