রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

পাবনায় নকল জুস কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

পাবনা প্রতিনিধি
  ০৮ জুন ২০২৪, ০০:০০
পাবনায় নকল জুস কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

পাবনার সদর উপজেলার গয়েশপুরে কোনো প্রকার অনুমোদন ছাড়াই তৈরি করা হতো প্রাণ কোম্পানির আদলে নকল জুস। এমন একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়। এতে কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা ও কারখানার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার উপজেলার গয়েশপুর ইউনিয়নের রহিমপুর এলাকার তানজিলা ফুড এন্ড বেভারেজ নামে একটি অবৈধ কোম্পানির কারখানায় এই অভিযান চালান জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি।

মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তানজিলা ফুড এন্ড বেভারেজ নামের একটি কোম্পানির কারখানায় অভিযান চালানো হয়। সেখানে কোনো কাগজপত্র ছাড়াই প্রাণ কোম্পানির জুসের আদলে একটি নকল জুস তৈরি করা হচ্ছিল। এ সময় বিপুল পরিমাণে নকল জুস পণ্য জব্দ করে ধ্বংস এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে