রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

বোয়ালমারীতে জামানত হারালেন ৭ প্রার্থী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  ০৮ জুন ২০২৪, ০০:০০
বোয়ালমারীতে জামানত হারালেন ৭ প্রার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ভোট না পাওয়ায় তিন চেয়ারম্যান প্রার্থী এবং চার ভাইস চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন।

জামানত হারানো তিন চেয়ারম্যান প্রার্থী হলেন- বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা ও ব্যবসায়ী মো. হিরু মুন্সী। এছাড়া দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান সিকদার ও মোহাম্মদ শফিকুল হক মিয়া জামানত হারিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী সালমা শাহীন এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন জামানত হারিয়েছেন।

নির্বাচনী বিধি অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ১ লাখ টাকা জমা দিতে হয়। আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৭৫ হাজার টাকা জমা দিতে হয়। নির্বাচনে কোনো নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে