রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

লোহাগড়ায় ডা. নীহাররঞ্জন গুপ্তের ১১৩তম জন্মবার্ষিকী পালন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ০৮ জুন ২০২৪, ০০:০০
লোহাগড়ায় ডা. নীহাররঞ্জন গুপ্তের ১১৩তম জন্মবার্ষিকী পালন

এবারই প্রথম প্রখ্যাত ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্র কাহিনীকার ও চিকিৎসক নীহাররঞ্জন গুপ্তের ১১৩তম জন্মবার্ষিকী জাঁকজমকের সঙ্গে পালন করা হয়েছে।

বরেণ্য লেখকের জন্মবার্ষিকী উৎসব উপলক্ষে ডা. নীহাররঞ্জন গুপ্তের পৈত্রিক বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদী পাড়ের ইতনায় এই প্রথম বারেরমতো জেলা প্রশাসনের সহযোগিতায় ও ডা. নীহাররঞ্জন গুপ্ত ফাউন্ডেশন এবং নড়াইল জেলা সংস্কৃতি উন্নয়ন পরিষদের আয়োজনে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও নীহাররঞ্জন গুপ্ত ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাউদান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শরীফ আশরাফুজ্জামান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন জীবন কৃষ্ণ সাহা, নড়াইলের পুলিশ সুপার মো. মেহেদী হাসান, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফয়জুল হক রোম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল হক, মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, চারণকবি রওশন আলী, সাংস্কৃতিক সংগঠক চিত্রশিল্পী আলী আজগর রাজা, নারায়ন চন্দ্র বিশ্বাস, ডা. নীহাররঞ্জন গুপ্ত ফাউন্ডেশনের সদস্য-সচিব সুজন রহমান, সংগঠক বিপস্নব রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে