ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ছে মশলার দাম

প্রকাশ | ০৮ জুন ২০২৪, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহার দিন যত ঘনিয়ে আসছে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ততই দিনে দিনে বেড়ে চলেছে মরিচ মশলার দাম। বৃহস্পতিবার উপজেলার সর্ববৃহৎ গোপালদী বাজারে সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা গেছে। বৃহত্তর মেঘনার একটি শাখা নদীর তীরে অবস্থিত এ বাজারটিতে ওই দিন ছিল সাপ্তাহিক হাটবার। আড়াইহাজারের সব এলাকাসহ কুমিলস্নার হোমনা, বি. বাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর, নরসিংদীর মাধবদী ও নরসিংদী সদর এলাকার কয়েকটি অঞ্চলের মানুষ বৃহস্পতিবার এ হাটে সওদা করে থাকেন। এ বাজারে গিয়ে দেখা গেছে, দেশি মরিচ ৩০০ টাকা, ভারতীয় নাম উলেস্নখ করে এক প্রকার মরিচ ৩৮০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তা ছাড়া হলুদ ৩০০ টাকা থেকে ৩৮০ টাকা, পিয়াজ ৮০ টাকা, রসুন ১৮০ টাকা থেকে ২৪০ টাকা, আদা ২৬০ টাকা থেকে ৩২০ টাকা, এবং জিরা ৭৬০ থাকা থেকে প্রকারভেদে ১০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে- যা গত সপ্তাহ থেকে অনেকটাই বেশি। খরিদ্দাররা জানান, ঈদের বাকি কয়েকদিনে মশলাপাতির দাম আরও বেড়ে যেতে পারে সেই ভয়ে আগে ভাগেই সব কিনে রাখছি।