পাবনায় ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত

প্রকাশ | ০৮ জুন ২০২৪, ০০:০০

পাবনা প্রতিনিধি
পাবনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ -যাযাদি
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগ। শুক্রবার পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়। এ সময় স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন। পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন জেলা আওয়ামী লীগ নেতা বিজয় ভূষণ রায়, অ্যাডভোকেট তৌফিক ইমাম খান, মোস্তাক আহমেদ আজাদ, জেলা কৃষক লীগের সভাপতি মহীদুর রহমান শহীদ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শামসুন নাহার রেখাসহ জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা লীগ, জেলা কৃষক লীগের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৬ দফা ছিল স্বাধীনতার ম্যাগনা কার্টা। ৬ দফার হাত ধরেই বাঙালি পেয়েছিল স্বাধীনতা। ১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা করা ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়।