রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

যশোর সদর উপজেলা নির্বাচনে সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

স্টাফ রিপোর্টার, যশোর
  ০৭ জুন ২০২৪, ০০:০০
যশোর সদর উপজেলা নির্বাচনে সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী মোহিত কুমার নাথসহ সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত বাজেয়াপ্তের মধ্যে পাঁচজন চেয়ারম্যান ও দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান তিন প্রার্থীর জামানত রক্ষা করতে পেরেছেন।

যশোরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, নতুন ঘোষিত নির্বাচনী বিধিমালা অনুযায়ী কাস্টিং ভোটের ১৫% ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়।

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোট কাস্ট হয়েছে দুই লাখ দুই হাজার ২০৩ ভোট। ফলে প্রার্থীদের জামানত বাঁচাতে প্রাপ্ত ভোটের প্রয়োজন ছিল ৩০ হাজার ৩৩১ ভোট। কিন্তু চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জুয়েল কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২৬৯, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী আনারস প্রতীকে ১২ হাজার ৫৪৬, মোহিত কুমার নাথ শালিক প্রতীকে ৯ হাজার ৯০৪, শাহরুল ইসলাম জোড়াফুল প্রতীকে আট হাজার ৫০৮ এবং আরিফুল ইসলাম হেলিকপ্টা প্রতীকে পেয়েছন ছয় হাজার ২১৯ ভোট। তাই এই পাঁচজনের জামানতের এক লাখ টাকা বাজেয়াপ্ত হয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

ভাইস চেয়ারম্যান পদে শাহাজাহান কবির শিপলু চশমা প্রতীকে ২৪ হাজার ৫৭৪ ভোট পেয়েছেন এবং মনিরুজ্জামান উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯৫২ ভোট। ফলে ভাইস চেয়ারম্যান পদে এই দুই প্রার্থীর প্রতিজনের জামানতের ৭৫ হাজার টাকা বাজেয়াপ্ত হবে। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রদত্ত ভোটের ১৫% ভোট পাওয়ায় তাদের জামানত রক্ষা পেয়েছে।

মোট প্রদত্ত ভোট ৩৩.২৭%। চেয়ারম্যান পদে তৌহিদ চাকলাদার ফন্টু মোটর সাইকেল প্রতীকে ৫৭৯১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা আনোয়ার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৬১০ ভোট, আনোয়ার হোসেন বিপুল দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৬২১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ বিপুল টিউবওয়েল প্রতীকে ৮৩ হাজার ২১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল খান পর্বত তালা প্রতীকে ৪৫ হাজার ২৫৩ ভোট পেয়েছেন, জাহিদুর রহমান বৈদু্যতিক বাল্ব প্রতীকে ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়েছেন।

সংরক্ষিত (নারী) ভাইস চেয়ারম্যান পদে বাশিনুর নাহার ফুটবল প্রতীকে এক লাখ ১৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোৎস্না আরা মিলি কলস প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৯৩৭ ভোট এবং শিল্পী খাতুন হাঁস প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৯৮৪ ভোট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে