শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

'১৯৬২তে রোপিত হওয়া বীজ আজ বটবৃক্ষে পরিণত'

চট্টগ্রাম বু্যরো
  ০৭ জুন ২০২৪, ০০:০০
'১৯৬২তে রোপিত হওয়া বীজ আজ বটবৃক্ষে পরিণত'

'১৯৬২-তে রোপিত হওয়া বীজ থেকে চট্টগ্রাম প্রেস ক্লাব সবার প্রচেষ্টায় আজ বটবৃক্ষে পরিণত হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। সবার সম্মিলিত কর্মকান্ডের মাধ্যমে প্রাণপ্রিয় এ প্রতিষ্ঠান আরও অনেক দূর এগিয়ে যাবে আমাদের প্রত্যাশা।' চট্টগ্রাম প্রেস ক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব বলেন।

বৃহস্পতিবার সকালে বেলুন উড়িয়ে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে শেষ হয়।

প্রেস ক্লাবের সভাপতি সালাহ্‌উদ্দিন রেজার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুলস্নাহ শাহরিয়ারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সহসভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে