শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

অস্ত্র ও মাদকসহ দুই জেলায় গ্রেপ্তার ৩

স্বদেশ ডেস্ক
  ০৭ জুন ২০২৪, ০০:০০
অস্ত্র ও মাদকসহ দুই জেলায় গ্রেপ্তার ৩

নরসিংদীর রায়পুরায় অবৈধ অস্ত্র ও শেরপুরের ঝিনাইগাতীতে ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর রায়পুরায় একটি অবৈধ একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও দু'টি ম্যাগাজিনসহ হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।

গ্রেপ্তার হামিম হোসেন ফাহিম পিরোজপুর জেলার নেছারাবাদ থানার বালিহাড়ি এলাকার সেলিম হোসেনের ছেলে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে নওমি পরিবহণ সার্ভিসের একটি বাসের ভেতরে যাত্রী বেশে থাকা হামিম হোসেন ফাহিমকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও দু'টি ম্যাগজিনসহ একটি ব্যাগ, তিনটি মোবাইল ফোন, দু'টি সিম কার্ড ও ১০ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট বাসটি থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে রায়পুরা থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার উপজেলার গজনী ও বাকাকুড়া বাজারের মধ্যবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার গেরা মারা কাকিলাকুড়া গ্রামের আব্দুলস্নাহ খন্দকারের ছেলে ফকির মোর্শেদ খন্দকার (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া স্টেডিয়ামের পার্শ্বের গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমীর হোসেন।

ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, দুই আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলার পর শেরপুর কোর্টে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে