পিরোজপুরে যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্পিডগান পদ্ধতির উদ্বোধন
প্রকাশ | ০৭ জুন ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, পিরোজপুর
পিরোজপুরে যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্পিডগান পদ্ধতির উদ্বোধন ও ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছ। বুধবার শহরের সিও অফিস বঙ্গবন্ধু চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন- পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলাম, সদর থানার ওসি আশিকুজ্জামান, জেলা বাস মালিক সমিতির সম্পাদক রতন চক্রবর্তী, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি হান্নান শেখ। এ সময় পুলিশ সুপার বলেন, সবাই নিয়ম নেমে গাড়ি চালাতে হবে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না। অতিরিক্ত গতিতে গাড়ি চালালে স্পিডগানে ধরা পড়লে জরিমানা করা হবে।
তিনি বলেন, 'রাস্তা যত সরু, গতি তত কমিয়ে চালাতে হবে। আমরা চাই, সবাই নিয়ম মেনে গাড়ি চালাবেন। আমাদের স্পিডগান থাকবে, আমি চাই না কেউ নিয়ম ভঙ্গ করে মেশিনে ধরা পড়ুক, জরিমানা হোক। স্পিডগান মেশিনে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, সব ডাটা জমা থাকবে।