পাওনা টাকা চাওয়ায় হামলার শিকার সেই ব্যবসায়ীর মৃতু্য

প্রকাশ | ০৭ জুন ২০২৪, ০০:০০

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় চা-সিগারেট বিক্রির পাওনা টাকা চাওয়ায় বখাটেদের হামলায় আহত ব্যবসায়ী ফারুক ভূইয়া (৬০) মারা গেছেন। বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। নিহত ফারুক ভূইয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের মৃত নুরু ভূইয়ার ছেলে। হামলার ঘটনায় নিহতের স্ত্রী রিঝিয়া বেগম গত ৪ জুন বাদী হয়ে তিনজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, গত ৩১ মে শুক্রবার রাত এগারটার দিকে চড়কগাছিয়া এলাকার এমাদুল হাওলাদারের ছেলে শাওন, বাদল মিয়ার ছেলে শাহিন ওরফে শাকিল ও মৃত জাফর মোলস্না ছেলে সুমন মোলস্না ব্যবসায়ী ফারুক ভূইয়ার দোকানে গিয়ে বাকিতে সিগারেট চান। এ সময় ফারুক ভূইয়া তাদের কাছে পূর্বে পাওনা ১ হাজার ৪০০ টাকা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীর ওপর হামলা চালায়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, ব্যবসায়ী ফারুক ভূইয়ার ওপর হামলার ঘটনায় তার স্ত্রী রিঝিয়া বেগম বাদী হয়ে গত মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলাই এখন হত্যা মামলা রূপান্তরিত হবে।