মেহেরপুরে কাজলা নদী বাঁচানোর দাবিতে মানববন্ধন

প্রকাশ | ০৭ জুন ২০২৪, ০০:০০

প্রতিনিধি মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাজলা নদীর বাঁচানোর দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামের নারী পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ কাজলা নদী দখলমুক্ত করণের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক বরাবর তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। আসাদুল ইসলাম আসাদ স্বাক্ষরিত স্মারকলিপিতে কাঁঠালপোতা, সোনাপুর, টুঙ্গী গ্রামের কাজলা নদীর অংশটি অবমুক্ত করে জেলে সম্প্রদায়সহ এলাকার সাধারণ কৃষকদের আবাদি জমি রক্ষায় অবৈধ বাঁধ উন্মুক্ত করে জনসাধারণের জীবিকা নির্বাহের সুব্যবস্থা করার দাবি জানানো হয়।