গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ৪০০ জন কৃষক বিনামূল্যে কৃষি প্রণোদনা পেয়েছেন। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি।
উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ইমাম রাজী টুলুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, স্থানীয় কৃষক ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে ফলে পুষ্টি, অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ প্রতিপ্রাদ্যে একই দিনে কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্ত্বরে একই সময় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান প্রধান অতিথি হিসেবে ফল মেলার উদ্বোধন করেন।