চার জেলার সড়কে ঝড়ল ৬ প্রাণ
প্রকাশ | ০৭ জুন ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
গাজীপুরের কালীগঞ্জে অটোরিকশা ও বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এদিকে টাঙ্গাইলের কালিহাতিতে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও দুই জেলার সড়কে প্রাণ হারিয়েছেন আরও ২ জন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত খবর-
গাজীপুর ও কালীগঞ্জ প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে উপজেলার নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এক নারী গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আহমেদ জানান, বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলে নিহত ও অপর দুইজন আহত হন। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, দুর্ঘটনা ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল ও কালিহাতী প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বুধবার উপজেলার আনালিয়াবাড়ী নামক স্থানে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউরা গ্রামের মুনছুর শেখের ছেলে পিকআপ চালক শিপন (৪০) এবং বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত শেখ আলিমুদ্দিনের ছেলে শেখ মুহাম্মদ আসলাম (৫৫)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোহাম্মদ আলমগীর আশরাফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে ইঞ্জিন চালিত ভটভটি গাড়ির চাকা বস্নাস্ট হয়ে ভটভটি উল্টে বাপ্পী মিয়া (২৫) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। বুধবার রাত ৯টার দিকে বকশীগঞ্জ-রৌমারী সড়কের বগারচর ইউনিয়নের রামরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পী মিয়া বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ এলাকার তারা মিয়ার ছেলে।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান ভটভটি উল্টে গিয়ে যুবকের মৃতু্যর বিষয়টি সত্যতা স্বীকার করেছেন।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনি মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোখলেছুর রহমান ওরফে মুকুল চৌধুরী ঠাকুরগাঁওয়ের মধুরামপুর এলাকার মৃত কামরুল ইসলামের ছেলে।
জানা গেছে, গাইবান্ধার কর্মস্থল সাদুলস্ন্যাপুর থেকে মোটর সাইকেল যোগে ঠাকুরগাঁওয়ের বাড়িতে ফিরছিলেন। পথে একজন বাই-সাইকেল আরোহী তার মোটর-সাইকেলের সামনে পড়ে গেলে তিনি ওই বাই-সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।