শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৬ জুন ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সৌজন্য সাক্ষাৎ

ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম পেশাজীবী সংগঠন 'আনোয়ারা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন' নেতারা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার সংগঠনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোহাম্মদ হাবিব উলস্নাহ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে ছিলেন প্রকৌশলী এমএ হান্নান, প্রকৌশলী মোহাম্মদ ইফতেখার উদ্দিন, প্রকৌশলী মোহাম্মদ ইমতিয়াজ, প্রকৌশলী রিয়াজুল আলম, মিরাজুল করিম, প্রকৌশলী ইয়াছির আরাফাত, মোহাম্মদ নুরুল আবচার, মোহাম্মদ সাজ্জাদুল মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ ফরিদুল, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ শহীদুল আলম মামুন, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ তারেক প্রমুখ।

ক্রিকেট টুর্নামেন্ট

ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে প্রথমবারের মতো উপজেলা প্রশাসন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ একাদশ ও রসুলপুর ইউনিয়ন পরিষদ একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনাল খেলায় নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ একাদশ ১৪ রানে জয়লাভ করে। খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন।

বিতর্ক প্রতিযোগিতা

ম ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলায় মঙ্গলবার উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা উপজেলার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের শেরপুর ও জামালপুর জেলার উপ-পরিচালক মলয় কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেমের সঞ্চালনায় বিচারক মন্ডলী ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, সহকারী শিক্ষক রোস্তুম আলী।

মেলা অনুষ্ঠিত

ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা সোনালী ব্যাংক লিমিটেড শাখায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মান্দা শাখার আয়োজনে প্রধান অতিথি জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ডেপুটি জেনারেল ম্যানেজার ওলিউজ্জামান। শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার দেওয়ার বদরুদ্দোজার সঞ্চালনায় এ সময় ছিলেন প্রিন্সিপাল অফিস, নওগাঁর এজিএম আহসান রেজা, জিএম অফিস, রাজশাহীর মামুন অর রশিদ, পিও নওগাঁর টাস্কফোর্স সদস্য মাহমুদুল হাসান।

পেঁয়াজ বীজ বিতরণ

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার ৭০০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম শাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম ও কৃষি অফিসার এমরান হোসেন।

সাইকেল বিতরণ

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন। এ সময় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, জেলা পরিষদের সদস্য মো. সানোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টো, শিক্ষক শিপন মিয়া ও যায়যায়দিনের প্রতিনিধি শফিউল আলম লাভলু।

প্রশিক্ষণ কর্মশালা

ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার গৌরীপুর নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা কার্যালয়ের প্রোগ্রামার অফিসার নুরে আলম সিদ্দিকী। সঞ্চালনা করেন গৌরীপুর উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ।

সমন্বয় সভা

ম স্টাফ রিপোর্টার, নোয়াখালী

নোয়াখালীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে গ্রাম আদালত সক্রিয়করণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক এ সমন্বয় সভা আয়োজন করে। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। সভায় ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদের সচিবগণ।

বর্ষপূর্তি উদযাপন

ম পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব থেকে একটির্ যালি বের করা হয়।র্ যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব পঞ্চগড়ের সমন্বয়ক এ রহমান মুকুল, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য অ্যাডভোকেট জিলস্নুর রহমান, পঞ্চগড় পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম বুলবুল, সিনিয়র সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, সাংবাদিক লুৎফর রহমান, আব্দুর রহিম, আব্দুল কাইয়ুম, হারুন অর রশিদ।

মতবিনিময় সভা

ম নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের বিশেষ দল "হলদে পাখি" সম্প্রসারণ বিষয়ক কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্টদের সমন্বয়ে উপজেলা ভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বনপাড়া বেগম রোকেয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক নাজমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। গার্ল গাইড স্থানীয় কমিশনার আম্বিয়া খাতুনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, প্রধান শিক্ষক আজমা খাতুন শিউলী প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠিত

ম নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধক ছিলেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। উপজেলা প্রশাসনের আয়োজনে টাস্কফোর্স কমিটির ৩০ সদস্যের অংশগ্রহণে ওই কর্মশালায় আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, শিক্ষা অফিসার মিজানুর রহমান।

অবহিতকরণ কর্মশালা

ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর সাধারণ পাঠাগার অডিটরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে ময়মনসিংহের উপপরিচালক কাজী মাহফুজুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম। এ সময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমসিএইচ) ডা. শরীফ ওয়াসিমা পারভীনের সঞ্চালনায় ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ময়মনসিংহ সহকারী পরিচালক মো. কামাল হোসেন, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুর রওশন সুমেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাহেদুর রহমান।

মতবিনিময় সভা

ম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখির কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নলডাঙ্গা উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজনে বুড়িরভাগ নয়নতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সানাউলস্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রামশা কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মো. মহসিন আলী, ধনকড়া অপরাজিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেতাব উলস্না, সোনাপাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া সুলতানা প্রমুখ।

বিশেষ সভা

ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার। সভায় ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহজাদী বিশ্বসকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। সভায় ছিলেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে