চিরিরবন্দর ও গোবিন্দগঞ্জে সড়কে প্রাণ হারাল ২ জন
প্রকাশ | ০৬ জুন ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কে ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মোটর সাইকেল আরোহী ও কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুর চিরিরবন্দর উপজেলার দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তার সঙ্গে মোটর সাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী বাজারের পাশে চকমুসা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি এলাকার সোনাই চন্দ্র সরেনের ছেলে সুশান্ত সরেন (২৫)। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রুস্তম আলী নামের এক কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। সে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চর শ্রীরামপরু গ্রামের মৃত মাহাতাব আলীর পুত্র। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বোগদহ উত্তর কলোনি জামে মসজিদ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।