বিশ্ববিদ্যালয় হলো নতুন কিছু উদ্ভাবনের জায়গা -চবি উপাচার্য

প্রকাশ | ০৬ জুন ২০২৪, ০০:০০

চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের বলেছেন, 'কিছু মানুষ এটা চিন্তা করে যে, বিশ্ববিদ্যালয় একটা প্রতিষ্ঠান মাত্র। কিন্তু আমি মনে করি, বিশ্ববিদ্যালয় হলো নতুন কিছু উদ্ভাবন করার জায়গা। বিশ্ববিদ্যালয়কে উন্নত করতে যতকিছু করার দরকার, আমি তা করব। আমি চাই, আমার বিশ্ববিদ্যালয় হোক উদ্ভাবনী শক্তিসম্পন্ন।' মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 'একটি নতুন আগামী' প্রতিপাদ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত আন্তর্জাতিক বক্তৃতা অনুষ্ঠান 'টেডএক্স চিটাগাং ইউনিভার্সিটি' এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বিজ্ঞান, গবেষণা, পরিবেশ, অটিজম, বাক্‌স্বাধীনতা, সঙ্গীত, সাহিত্য, পর্বত আরোহণ এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন আটজন বিশিষ্টজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শফিকুল ইসলাম, আবুল খায়ের গ্রম্নপের জেনারেল ম্যানেজার এ এন এম ওয়াজেদ আলী। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিইউআরএইচএসের মডারেটর ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান, সিইউআরএইচএস'র উপদেষ্টা ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ড. অধ্যাপক অলক পাল।