বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রকাশ | ০৬ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
'করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা' এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষের্ যালি, আলোচনা সভা, চারা ও সনদ বিতরণ করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজারে দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ আয়োজনে বুধবার সকালে আদালত সড়কের কাশিনাথ-আলাউদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ থেকের্ যালি বের করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা শিশু-বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাঈদুল ইসলাম, জালালাবাদ গ্যাস পস্ন্যান্ট শেবরন বাংলাদেশ'র প্রতিনিধি ইমাম হাসান প্রমুখ। স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কায়ছারুল ইসলাম। জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন- পরিবেশ অধিপ্তরের পরিদর্শক বিপস্নব কুমার সূত্রধর। অন্যদিকে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টাঙ্গাইল শাখা ও সবুজ পৃথিবীর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেলদুয়ার উপজেলার মীরকুমুলস্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, নোয়াখালীতে সকালে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন- জেলা প্রশাসক দেওয়ান মাহবুবর রহমান। পরে জেলা শহরে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। মুখ্য আলোচনা ছিলেন- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামান। জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাইমা নুসরাত জাবিন, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু প্রমুখ। ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদা আক্তার। প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী বিশ্বাস, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার রায় নায়েক প্রমুখ। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, দুর্গাপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাসের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক কর্মকর্তা বজলুর রহমান আনছারী, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মেডিকেল অফিসার ডা. ফারহানা, প্রেস ক্লাব সাধরণ সম্পাদক জামাল তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, এসডিএফ দুর্গাপুর উপজেলা ক্লাস্টার অফিসার রাকিবুল হাসান রানা প্রমুখ। গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে ইউএনও প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি ছিলেন- সরকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হোসনে মোবারক, উপজেলা ভেটেনারি সার্জন আরিফুল ইসলাম। ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে ফল গাছের চারা বিতরণের উদ্বোধন ওর্ যালিসহ নানা কর্র্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে পৃথক পৃথকভাবে দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সিংড়া ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির আয়োজনে উপকারভোগী ২৪৫০ পরিবারকে ৭৩৫০টি ফলের চারা বিতরণের উদ্বোধন করেন- সংস্থার ম্যানেজার রোলান্ড গমেজ। এ সময় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির প্রোগ্রাম অফিসার মামুনুর রশিদ, মারিও মার্ডি, চেয়ারম্যান সাজ্জাত হোসেন, মো. সদের আলী, আসাদুজ্জামান ভুট্টু ও কবিরুল ইসলাম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন। ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুরে গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া ও মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের উপকারভোগী, গণ্যমান্যব্যক্তি ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে চারা বিতরণ করা হয়। উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের জেন্ডার ডিজেস্টার অ্যান্ড ক্লাইমেট চেইঞ্জ অফিসার মাহমুদুল হাসান রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, জেসমিন প্রকল্পের সাব ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বিজন কুমার দেব, ইউপি সদস্য আবু তাহের প্রমুখ। জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার জীবননগরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ইউএনও হাসিনা মমতাজ। প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন- জীবননগর মডেল মসজিদের ভারপ্রাপ্ত ইমাম আব্দুলস্না আল যুবায়ের। গিতা পাঠ করেন- জীবননগর উপজেলা সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক। উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা ও কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান, শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা কাজল প্রমুখ। মাভাবিপ্রবি প্রতিনিধি জানান, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনের্ যালির উদ্বোধন করেন- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন।র্ যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. সিরাজুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. উমর ফারুক, বিভাগের চেয়ারম্যান ড. এএসএম সাইফুলস্নাহসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের পেকুয়ায় গহিন অরণ্যের ভেতর বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উপজেলা শাখা। সকাল ১০টায় উপজেলার টৈটং ইউনিয়নের মধুখালী এলাকার গহিন অরণ্যের্ যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। বাপার উপজেলা সাংগঠনিক সম্পাদক সাংস্কৃতিককর্মী এফএম সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন- বাপা পেকুয়ার সভাপতি সাংবাদিক সাজ্জাদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন- বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক, পেকুয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক আবদুল জলিল, চকরিয়া থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক আজিজুর রহমান ও বাপা উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ফারুক। রাজস্থলী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, রাজস্থলী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। ইউএনও সজীব কান্তি রুদ্রর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, রবার্ট ত্রিপুরা, পুচিংমং মারমা, সাংবাদিক আজগর আলী খান, পলস্নী সঞ্চয় কর্মকর্তা রতন দেব, কারিতাস প্রকল্প ম্যানজার সাধন কৃষ্ণ চাকমা প্রমুখ।